AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AI Girlfriend: এআই গার্লফ্রেন্ড আপনাকে সত্যিই ভালবাসে?

Artificial Intelligent ChatBot: এখানে ঘনিষ্ঠতা তৈরি হয় না, ডিজাইন করা হয়। আসলে ক্লান্তি, অতিরিক্ত কাজের চাপ আর চরম আত্মকেন্দ্রিকতার সুযোগ নিয়ে পুঁজিবাদ এআই গার্লফ্রেন্ড নামক এক অব্যর্থ পণ্য বানিয়েছে। যে প্রযুক্তি সমস্যার জন্য আংশিক দায়ী, সেই প্রযুক্তিই এখন সমাধান বিক্রি করছে। রেপ্লিকার মতো অ্যাপে টাকা দিলে পাওয়া যায় বেশি 'বুদ্ধিমান' সঙ্গী অর্থাৎ, ভালবাসা ও যত্নেরও স্তরভেদ হয়েছে। যার টাকা আছে, তার ঘনিষ্ঠতা বেশি।

AI Girlfriend: এআই গার্লফ্রেন্ড আপনাকে সত্যিই ভালবাসে?
| Updated on: Jan 05, 2026 | 11:50 AM
Share

আপনার প্রেমিক-প্রেমিকাকে I Love You বলার সময় গিয়েছে, এখন কী বলবেন জানেন? AI Love You! এখন, AI-এর যুগ। আর মানুষ কী চায়? প্রশ্নহীন আনুগত্য। ক্ষমতা। সে যা বলবে, তাই হবে। যা চাই, পাব মুহূর্তের মধ্যে! প্রেমের সম্পর্ক হোক বা যেকোনও মানবিক সম্পর্ক, যা চান―সঙ্গে সঙ্গে তাই পাওয়া যায় কি? এখানেই ফায়দা লুটছে AI। জীবনের রসায়ন বদলে একেবারে গেম-চেঞ্জার হয়ে কীভাবে উপস্থিত হচ্ছে AI? আপনার প্রেমিক বা প্রেমিকা ও এআই সঙ্গীর মধ্যে একটা প্রাথমিক ফারাক আছে। বাস্তব সম্পর্কে সদা ধৈর্য্যশীল সঙ্গীকে পাওয়া খুব মুশকিল। আপনার মানবিক-শারীরিক ডাকে মুহূর্তে সাড়া দেয়, কখনও পাল্টা প্রশ্ন তোলে না, এমন কোনও মানুষকে পাওয়া দুরূহ। কারণ সহজ, মানুষ অনুভূতি দ্বারা চালিত হয় এবং মানুষ চিন্তাশীল। মানুষের এই আপাত খামতিকেই পূরণ করে দিচ্ছে AI! ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন