AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yellow Gold vs White Gold: হলুদ সোনা ছেড়ে সাদা সোনা কিনবেন নাকি?

White Gold: সাদা ও হলুদ—দুটো সোনাই ২৪ ক্যারেট, ২২ ক্যারেট, ১৮ ক্যারেট বা ১৪ ক্যারেটের বিভিন্ন মাত্রায় পাওয়া যায়। ক্যারেট মান যত বেশি, সোনার বিশুদ্ধতাও তত বেশি। একই ক্যারেটের সাদা ও হলুদ সোনায় সমান পরিমাণ খাঁটি সোনা থাকে, তবে মিশ্র ধাতু ভিন্ন ভিন্ন হয়। ফলে পার্থক্য হয় উজ্জ্বলতা ও দৃঢ়তার দিক থেকে।

Yellow Gold vs White Gold: হলুদ সোনা ছেড়ে সাদা সোনা কিনবেন নাকি?
সাদা সোনা কিনবেন?Image Credit: Meta AI
| Updated on: Nov 10, 2025 | 3:25 PM
Share

টিভি খুলুন বা অনলাইন পোর্টাল, অথবা ওই ইউটিউবই খুলুন না! দেখবেন ডিজিটাল সোনা লগ্নি করার খবর। দেখতে পাবেন মাটি খুঁড়ে কুবেরের ধন তুলে আনার নিউজ! সম্প্রতি রিচা ঘোষকে CAB সংবর্ধনা দিল, আর দিল ব্যাট-বল―তাও সোনার। অতএব এটা অন্তত স্পষ্ট যে আমাদের চারপাশটা এই মুহূর্তে সোনার মোড়ানো। তবে হলুদ সোনা ছেড়ে যদি আপনাকে সাদা সোনার গয়না পরতে বলি? জানেন, কিছুটা প্ল্যাটিনামের মতো দেখতে এই সাদা সোনা! তবে অলঙ্কার তৈরির ক্ষেত্রে হলুদ সোনার চেয়ে অনেকটাই পিছিয়ে শুভ্রস্বর্ণ। সাদা হোক বা হলুদ, দুটিই সোনা কিন্তু রঙ, গঠন, দাম ও যত্নের দিক থেকে তাদের মধ্যে স্পষ্ট পার্থক্য আছে।

সাদা সোনা কী?

সাদা সোনা মূলত তৈরি হয় সোনার সঙ্গে প্যালাডিয়াম, নিকেল বা রূপোর মতো সাদা ধাতু মিশিয়ে। এরপর এর উপর সাধারণত রোডিয়ামের আস্তরণ দেওয়া হয়, যাতে এটি উজ্জ্বল ও চকচকে রূপালি আভা পায়। এই প্রলেপ সাদা সোনাকে খাঁটি সোনার তুলনায় বেশি শক্ত করে তোলে। সাদা সোনায় তৈরি গহনা হলুদ সোনার চেয়েও বেশি স্ক্র্যাচ-প্রতিরোধী হয়।

হলুদ সোনা কী?

অন্যদিকে হলুদ রঙটি সোনার প্রাকৃতিক রং, এতে তামা ও দস্তার মতো ধাতু মেশানো হয়। হলুদ সোনার উষ্ণ সোনালি আভা ঐতিহ্যবাহী অলংকারের পরিচয়। আসলে ভারত ও মধ্যপ্রাচ্যে সাদার চেয়ে হলুদ ধাতুর অলঙ্কারই বেশি জনপ্রিয়।

দুই সোনার বিশুদ্ধতা ও ক্যারেট মাত্রা

সাদা ও হলুদ—দুটো সোনাই ২৪ ক্যারেট, ২২ ক্যারেট, ১৮ ক্যারেট বা ১৪ ক্যারেটের বিভিন্ন মাত্রায় পাওয়া যায়। ক্যারেট মান যত বেশি, সোনার বিশুদ্ধতাও তত বেশি। একই ক্যারেটের সাদা ও হলুদ সোনায় সমান পরিমাণ খাঁটি সোনা থাকে, তবে মিশ্র ধাতু ভিন্ন ভিন্ন হয়। ফলে পার্থক্য হয় উজ্জ্বলতা ও দৃঢ়তার দিক থেকে।

দুই সোনার দামের পার্থক্য

সাদা সোনার দাম সাধারণত ১০ থেকে ১৫ শতাংশ বেশি, কারণ এতে ব্যবহৃত মিশ্র ধাতু ও রোডিয়াম প্রলেপ বেশি ব্যয়বহুল হয়। পাশাপাশি, নির্দিষ্ট সময় পরপর পুনরায় প্রলেপ দেওয়ার খরচও থাকে। অন্যদিকে, হলুদ সোনা তুলনামূলক সস্তা এবং যত্ন নেওয়াও সহজ।

হলুদ না সাদা, কোন সোনা জনপ্রিয়তা?

আধুনিক এবং পরিশীলিত নকশার গয়নায় সাদা সোনা আজকাল খুব জনপ্রিয়। আজকাল তো বাগদানের আংটিতে এই শুভ্রস্বর্ণের ব্যবহার খুবই বেড়েছে। প্লাটিনামের দাম ভীষণ বেশি হওয়ায় অনেকেই এই রোডিয়াম প্রলেপবিশিষ্ট সোনাকেই বেছে নেন। যদিও পুরোনো দিনের নকশা ও সংস্কৃতিক তাৎপর্যের জন্য হলুদ সোনা বরাবরই জনপ্রিয়তার শীর্ষে থেকেছে। ক্রেতাদের কাছে হলুদ ধাতুর সৌন্দর্য যেন চিরন্তন…

কোন সোনা বেশি টেকসই?

তাহলে বেছে নেবেন কোনটা? দেখুন, সাদা সোনার উজ্জ্বলতা বজায় রাখতে প্রতি এক থেকে তিন বছর পরপর রোডিয়ামের প্রলেপ দিতে হয়। হলুদ সোনা সময়ের সঙ্গে সামান্য কালচে হতে পারে, তবে সেটি পরিষ্কার রাখা সহজ। যদিও তুলনামূলকভাবে, সাদা সোনা বেশি টেকসই ও আঁচড় প্রতিরোধে সক্ষম। তাহলে কোনটা বেছে নেবেন? যদি আধুনিক নকশা, মজবুত গয়না ও চকচকে রূপালি আভা পছন্দ করেন, তবে সাদা সোনা নিন। আর যদি ঐতিহ্য, সংস্কৃতি ও উষ্ণ সোনালি রং আপনাকে টানে, তবে হলুদ সোনা উপযুক্ত। দুটিই খাঁটি সোনা—শুধু রূপ ও রুচির পার্থক্য। বর্তমানে হলুদ সোনার ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম ১ লক্ষ ২২ হাজার, সেখানে সাদা সোনার দাম এর আশপাশেই থাকবে। এক্ষেত্রে সাদা সোনার দাম নির্ভর করবে এর সঙ্গে মিশ্রিত সংকর ধাতুর দামের উপরে। তাহলে কি সাদা সোনায় তৈরি গয়না কিনবেন?

বাংলাদেশে পা দিয়েই প্রথমে কী করলেন তারেক রহমান?
বাংলাদেশে পা দিয়েই প্রথমে কী করলেন তারেক রহমান?
বড়দিনে হাড় জমিয়ে দিল শীত! আর কত নামবে তাপমাত্রা?
বড়দিনে হাড় জমিয়ে দিল শীত! আর কত নামবে তাপমাত্রা?
সকাল থেকে কীসের জন্য পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়?
সকাল থেকে কীসের জন্য পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়?
যাকে এত ভরসা করেছিলেন ইউনূস, সেই সরে গেলেন! এবার কী হবে?
যাকে এত ভরসা করেছিলেন ইউনূস, সেই সরে গেলেন! এবার কী হবে?
আইন-শৃঙ্খলার বালাই নেই, বাংলাদেশে সুরক্ষিত থাকবেন তো তারেক রহমান?
আইন-শৃঙ্খলার বালাই নেই, বাংলাদেশে সুরক্ষিত থাকবেন তো তারেক রহমান?
তারেক রহমান বাংলাদেশে পা রাখার আগেই ভয়ঙ্কর ঘটনা, প্রাণ গেল ১ জনের
তারেক রহমান বাংলাদেশে পা রাখার আগেই ভয়ঙ্কর ঘটনা, প্রাণ গেল ১ জনের
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার