Shahrukh Khan Film Release: ‘ডাঙ্কি’-র টিকিট কাটতে গিয়ে হিমশিম অবস্থা এশহরের শাহরুখ ভক্তদের
প্রথম দিনই বক্স অফিস কালেকশন প্রায় ৩০-৩৫ কোটি। কলকাতার সিঙ্গল স্ক্রিনে হাল খুব খারাপ। এই উইকেন্ডে 'ডাঙ্কি'-র টিকিটের হাহাকার। কী অবস্থা ডাঙ্কি নিয়ে হলগুলোর হাল?
অগ্রিম বুকিংয়ে কী টিকিট কেটেছেন? তাহলে আপনার চিন্তা নেই। এখনও যদি ভেবে থাকেন আগামি শনি ও রবিরা ডাঙ্কি দেখতে হলে যাবেন। তাহলে সেগুড়ে বালি। বড়দিনের আগে ছাড়া আপনি আর সিট পাবেন না। আগামি ৩দিনের সব শো হাউসফুল। অনেক দর্শকরাই শাহরুখের এই সিনেমা দেখার জন্য অপেক্ষায় বসে আছে।
এ বাংলা ৬১৪টি শো প্রদর্শিত হবে ডাঙ্কির। কলকাতায় ৪০টি প্রেক্ষাগৃহে ডাঙ্কি মুক্তি পেয়েছে। আর শুরুতেই চালিয়ে খেলছে শাহরুখ-রাজকুমার হিরানির জুটির প্রথম ফিল্ম। এটা গেল ফার্স্ট ডে ফার্সট শো শুরুর আগের কথাবার্তা। এবার চলুন জেনে নিই, যাঁরা ডাঙ্কির প্রথম শো দেখে বেরোলেন, তাঁদের কেমন লাগল?
কেমন হল ‘ডাঙ্কি’ ? দর্শকরা বলেই দিচ্ছেন বছর শুরুতে পাঠান। বছরের মাঝে জওয়ানের ব্যবসাকে টপকে যাবে ডাঙ্কি।