Spice Price Hike: মশলা কিনতে বাড়বে খরচ!
জিরে, হলুদ ও শুকনো লঙ্কার দাম বাড়ছে। ২০২৩ জুলাই থেকে ক্রমাগত দাম বাড়ছে মশলার। দেখে নিন কোন মশলার কত দাম বাড়ছে?
জিরে, হলুদ ও শুকনো লঙ্কার দাম বাড়ছে। ২০২৩ জুলাই থেকে ক্রমাগত দাম বাড়ছে মশলার। দেখে নিন কোন মশলার কত দাম বাড়ছে? শুকনো লঙ্কা ১০.৬%, জিরে ১২২.৬ %, হলুদ ১০.৬%, গোলমরিচ ১০.২%, অন্যান্য মশলা ২১.৫% দাম বেড়েছে।
এর ফলে আপনার কোন মশলা কিনতে কত খরচ বাড়বে দেখে নিন। শুকনো লঙ্কা কিনতে খরচ বাড়বে ০.৫৮%। জিরে কিনতে খরচ বাড়বে ০.৩৭%।হলুদ কিনতে খরচ বাড়বে ০.৫০%। গোলমরিচ কিনতে খরচ বাড়বে ০.১৪%। এইভাবে দাম বাড়লে সমস্যায় পড়বে মধ্যবিত্তরা।
বিশেষজ্ঞদের মতে অতি বৃষ্টি আর আবহাওয়ার খামখেয়ালিপনাতে ক্ষতি হয়েছে জিরে সহ অন্যান্য মশলার চাষে। ২০২৪ এ নতুন রবি শস্য না ওঠা পর্যন্ত এই দাম কমার কোনও ইঙ্গিত দিতে পারছেন না বিশেষজ্ঞরা।