Shark Tank 3: ব্যবসা পছন্দ হলেই পাবেন বিনিয়োগ
সোনি লিভে শুরু হচ্ছে শার্ক ট্যাঙ্ক সিজন ৩। উদ্যোক্তারা শোয়ে বাণিজ্য ও তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আসেন। এই শোয়ের বিচারক ছিলেন ওয়োর সিইও রিতেশ আগরওয়াল ও জোমাটোর দীপেন্দর গয়াল। এই শোয়ের অন্য বিচারকরা হলেন অনুপম মিত্তাল, নমিতা থাপার, বিনীতা সিং, আমান গুপ্তা, অমিত জৈন ও পীযূষ বনসাল।
সোনি লিভে শুরু হচ্ছে শার্ক ট্যাঙ্ক সিজন ৩। উদ্যোক্তারা শোয়ে বাণিজ্য ও তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আসেন। এই শোয়ের বিচারক ছিলেন ওয়োর সিইও রিতেশ আগরওয়াল ও জোমাটোর দীপেন্দর গয়াল। এই শোয়ের অন্য বিচারকরা হলেন অনুপম মিত্তাল, নমিতা থাপার, বিনীতা সিং, আমান গুপ্তা, অমিত জৈন ও পীযূষ বনসাল।
জানা যাচ্ছে জোমাটোর কোফাউন্ডার দীপেন্দর গয়াল মাত্র ২ টি শোয়ে থাকবেন বিচারকের আসনে। দিপেন্দর বলছেন তিনি বিচারক হলেও নিজে শিখতে এসেছেন এই শোয়ে। ইতিমধ্যে শুটিং সম্পন্ন হয়েছে এই শোয়ের। ২০২৪ জানুয়ারিতে এই শো আসবে। দুই নতুন শার্ক দীপেন্দর ও রিতেশের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ২,০০০ কোটি টাকা ও ১৬,০০০ কোটি টাকা। এই শোয়ে শার্কদের প্রতিযোগীর ব্যবসা যদি ভাল লাগে তাহলে সেই ব্যবসায় তাঁরা বিনিয়োগ করেন। শার্করা প্রতিযোগীর ব্যবসার বৃদ্ধিতে নানান সুপরামর্শ দেন।