Bhangar: ভাঙড়ে যুবকের মৃত্যুতে ফের SIR আতঙ্কের তত্ত্ব

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 05, 2025 | 5:44 PM

সফিকূলের স্ত্রী জানাচ্ছেন, কয়েকদিন ধরেই আতঙ্কে ভুগছিলেন তাঁর স্বামী। কারোর সঙ্গে ঠিকভাবে কথা বলছিলেন না তিনি। খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। মাঝেমধ্যে কাগজপত্র নিয়ে বসতেন। আর স্ত্রীকে বলতেন, তাঁদের কাছে সব কাগজ নেই।

দক্ষিণ ২৪ পরগনা: এসআইআর আবহে আরও এক আত্মহত্যার খবর। আর তাতেও উঠল সেই আতঙ্কের অভিযোগ। আগরপাড়া, ইলামবাজার, জামালপুর, রামনগর,  মুর্শিদাবাদের কান্দির পর এবার ভাঙড়। ভাঙড়ে শ্বশুরবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তাঁদের জামাই। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সফিকূল গাজী। খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সফিকূলের স্ত্রী জানাচ্ছেন, কয়েকদিন ধরেই আতঙ্কে ভুগছিলেন তাঁর স্বামী। কারোর সঙ্গে ঠিকভাবে কথা বলছিলেন না তিনি। খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। মাঝেমধ্যে কাগজপত্র নিয়ে বসতেন। আর স্ত্রীকে বলতেন, তাঁদের কাছে সব কাগজ নেই।