Anti Aging Tips: বার্ধক্য রোখার ৫ টিপস

Apr 02, 2023 | 2:21 PM

Skin Care: এমন ৫টি আয়ুর্বেদিক প্রতিকার রয়েছে, যা ত্বকের বার্ধক্য রুখে দিতে পারে। চন্দন কাঠ বেটে সরাসরি মুখে লাগাতে পারেন। বাজারে চন্দনের গুঁড়ো পাওয়া যায়। চন্দনের গুঁড়োতে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন।

এমন ৫টি আয়ুর্বেদিক প্রতিকার রয়েছে, যা ত্বকের বার্ধক্য রুখে দিতে পারে। চন্দন কাঠ বেটে সরাসরি মুখে লাগাতে পারেন। বাজারে চন্দনের গুঁড়ো পাওয়া যায়। চন্দনের গুঁড়োতে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। ফেসপ্যাকটি মুখে ও ঘাড়ে ১০ মিনিট লাগিয়ে রাখুন। চন্দন ব্রণ দূর করে, সূক্ষ্মরেখা ও বলিরেখার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ। তৈলাক্ত ত্বকে দারুণ কাজ করে চন্দন । লেবুর রস, বেসন ও হলুদ একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণে এক চামচ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। লেবুর রসের অ্যাসিড মুখের দাগছোপ দূর করে। হলুদ ত্বককে উজ্জ্বল করে। লেবুর ভিটামিন সি ত্বককে টানটান রাখে । দুধের মতো দুর্দান্ত ক্লিনজার খুঁজে পাওয়া কঠিন। দুধ দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বকে জমে থাকা সমস্ত ময়লা, ধুলো, বালি পরিষ্কার করে । রোমকূপ পরিষ্কার করে দেয়। দুধ ত্বকের কোলাজেন বৃদ্ধি করে ত্বকের লাবণ্য বজায় থাকে । মধু শুধু শুষ্ক ত্বকের জন্য নয়। তৈলাক্ত ত্বকের আর্দ্রতা বজায় রাখতে মুখে মধু মাখতে পারেন। মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার সরাসরি মুখে মধু মাখতে পারেন। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেললেই পাবেন উজ্জ্বল ত্বক । এক চামচ মুলতানি মাটিতে ৩ চামচ গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানান। মিশ্রণটি ত্বকে ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক অতিরিক্ত তেল, ব্রণ ও বার্ধক্যের হাত থেকে মুক্তি দেবে।