Smoking Affects Our Brain: ধূমপানের কারণে ছোট হচ্ছে মস্তিষ্ক!

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 26, 2023 | 3:39 PM

বিধিবদ্ধ সতর্কীকরণ আমাদের সবারই প্রায় মুখস্থ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু জানেন কী ধূমপানে ছোট হচ্ছে মস্তিষ্কের আকার। সাম্প্রতিক একটি গবেষণা হয়েছে ২৮ হাজার মানুষের ওপরে। আর তাতেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।

বিধিবদ্ধ সতর্কীকরণ আমাদের সবারই প্রায় মুখস্থ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু জানেন কী ধূমপানে ছোট হচ্ছে মস্তিষ্কের আকার। সাম্প্রতিক একটি গবেষণা হয়েছে ২৮ হাজার মানুষের ওপরে। আর তাতেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ধূমপায়ীদের মস্তিস্কের আকার অধূমপায়ীদের তুলনায় ০.৪ ঘন ইঞ্চি ছোট। কেবল তাইই নয় যারা ধূমপান করেন তাঁদের ব্রেনের আকার প্রতিবছর ০.১ ঘন ইঞ্চি করে কমে। মস্তিষ্কের সংকোচনের হার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। অপর একটি সমীক্ষা বলছে বিশ্বের ৩/৪ ধূমপায়ী জানেন না ধূমপানের বিপদ। পেশির দুর্বলতা, স্মরণশক্তি হ্রাস, দৃষ্টির সমস্যা, হার্ট ব্লক, মস্তিষ্কে রক্ত ক্ষরণ, ব্রেন স্ট্রোক। ধূমপানের ফলে হতে পারে এই মারাত্মক সমস্যা গুলো। তাই বিশেষজ্ঞরা বলছেন সময় থাকতে সাবধান হোক ধূমপায়ীরা। ধূমপান ছাড়লে মাথায় অক্সিজেন প্রবাহ বাড়ে। আবার সুস্থতার দিকে ফিরতে পারবেন ধূমপায়ীরা।