Smriti Irani: অভাবেও এই কাজে ‘না’ স্মৃতি

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 16, 2023 | 2:23 PM

স্মৃতি ইরানি রাজনৈতিক কেরিয়ারের আগে হিন্দি টেলিভিশনে অভিনয় করতেন। ধারাবাহিকে অভিনয় করার কিছু দিন আগে তিনি সমস্যায় পড়েন। ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পেলেও আর্থিক অভাব ছিল। তখন তিনি একটি পানমশলা বিজ্ঞাপনের প্রস্তাব পান। স্মৃতি জানান,সেই বিজ্ঞাপনের প্রস্তাব গ্রহন করেননি।

স্মৃতি ইরানি রাজনৈতিক কেরিয়ারের আগে হিন্দি টেলিভিশনে অভিনয় করতেন। ধারাবাহিকে অভিনয় করার কিছু দিন আগে তিনি সমস্যায় পড়েন। ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পেলেও আর্থিক অভাব ছিল। তখন তিনি একটি পানমশলা বিজ্ঞাপনের প্রস্তাব পান। স্মৃতি জানান,সেই বিজ্ঞাপনের প্রস্তাব গ্রহন করেননি। সেই সময় তাঁর ব্যাংকে ২০ হাজার টাকাও ছিল না। ফ্ল্যাট কেনার জন্য তাঁকে লোন নিতে হয়। সেই টাকা শোধ করা তাঁর পক্ষে কঠিন ছিল। তখনই তাঁর কাছে মোটা টাকার অফার আসে সেই বিজ্ঞাপন করার জন্য। সেই টাকার পরিমাণ লোনের টাকার প্রায় ১০ গুণ ছিল। কিন্তু সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। অভিনেত্রী জানান, এই বিজ্ঞাপন অনেক পরিবার ও শিশু দেখবে। তাঁদের মনের অবস্থা কী হবে? তিনিও তো বউমা । তাঁর খারাপ লেগেছিল সেই কাজ করতে। সেই কাজের প্রস্তাব ফিরিয়ে দেন। অ্যালকোহল কোম্পানির বিজ্ঞাপনও প্রত্যাখ্যান করেন।