Panchayat Election 2023: এবার ভুয়ো ব্যালটের অভিযোগ!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 29, 2023 | 2:48 PM

এদিন গঙ্গাজলঘাটি ব্লকে প্রচারে গিয়ে সৌমিত্র খাঁ বিস্ফোরক অভিযোগ এনে বলেছেন জেলার পদস্থ পুলিশ আধিকারিকরা বিডিও অফিস থেকে চাবি সংগ্রহ করে ভুয়ো ব্যালট ছাপাচ্ছে। কত সংখ্যক ভুয়ো ব্যালট ছাপানো হচ্ছে তার একটা হিসাবও দিয়েছেন সাংসদ।

পুরুলিয়ার পর এবার বাঁকুড়াতেও ভুয়ো ব্যালট ছাপানোর অভিযোগ আনলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এদিন গঙ্গাজলঘাটি ব্লকে প্রচারে গিয়ে সৌমিত্র খাঁ বিস্ফোরক অভিযোগ এনে বলেছেন জেলার পদস্থ পুলিশ আধিকারিকরা বিডিও অফিস থেকে চাবি সংগ্রহ করে ভুয়ো ব্যালট ছাপাচ্ছে। কত সংখ্যক ভুয়ো ব্যালট ছাপানো হচ্ছে তার একটা হিসাবও দিয়েছেন সাংসদ। তাঁর দাবী জেলা পরিষদ আসন পিছু পনেরো হাজার, পঞ্চায়েত সমিতির আসন পিছু দুহাজার ও গ্রাম পঞ্চায়েত আসন পিছু দুশো করে ভুয়ো ব্যালট ছাপানো হয়েছে। সাংসদ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন এমনটা হতেই পারে মানুষ যে ব্যালটে ভোট দিলেন সেই ব্যালট হয়তো গননাই হবে না।