SRK Birthday: শাহরুখের জন্মদিনেই বেরিয়ে গেল গোপন ছবি!

|

Nov 03, 2025 | 2:49 PM

Shah Rukh Khan: ২ নভেম্বর ৬০ বছরে পা দিলেন কিং খান। তাঁর বাড়ি মন্নতে বর্তমানে সংস্কারকাজ চলছে, তাই প্রতি বছরের মতো এবার সকাল থেকেই ভক্তদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়নি শাহরুখকে। এদিকে,শাহরুখের জন্মদিনের পার্টিতে কী হল, সব সিক্রেট ফাঁস হয়ে গেল। ফাঁস করলেন প্রিয় বন্ধু, পরিচালক ফারহা খানই। তিনি আলিবাগে শাহরুখের বাড়িতে হওয়া পার্টির নানা ছবি পোস্ট করেন।

বুড়ো নয়, আরও জোয়ান হলেন শাহরুখ খান। ২ নভেম্বর ৬০ বছরে পা দিলেন কিং খান। তাঁর বাড়ি মন্নতে বর্তমানে সংস্কারকাজ চলছে, তাই প্রতি বছরের মতো এবার সকাল থেকেই ভক্তদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়নি শাহরুখকে। এদিকে,শাহরুখের জন্মদিনের পার্টিতে কী হল, সব সিক্রেট ফাঁস হয়ে গেল। ফাঁস করলেন প্রিয় বন্ধু, পরিচালক ফারহা খানই। তিনি আলিবাগে শাহরুখের বাড়িতে হওয়া পার্টির নানা ছবি পোস্ট করেন। সেখানে করণ জোহর, রানি মুখোপাধ্যায়, অনন্যা পান্ডে সহ একাধিক বলিউড অভিনেতা-অভিনেত্রীদের ছবি দেখা যায়। কে, কী পোশাক পরেছেন, কী করছেন পার্টিতে, সবই ধরা পড়েছে ফারহার পোস্টে।

Published on: Nov 03, 2025 02:49 PM