Indo Bhutan Relation: ভারত-ভুটান সৌহার্দ্য

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 15, 2023 | 9:09 PM

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবেশী রাষ্ট্র ভুটানের সাথে সৌহার্দ্য বিনিময় এসএসবি জওয়ানদের। মঙ্গলবার ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবেশী রাষ্ট্র ভুটানের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন ssb 53 ব্যাটেলিয়ন।

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবেশী রাষ্ট্র ভুটানের সাথে সৌহার্দ্য বিনিময় এসএসবি জওয়ানদের। মঙ্গলবার ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবেশী রাষ্ট্র ভুটানের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন ssb 53 ব্যাটেলিয়ন। আলিপুরদুয়ারের জয়গাঁয় অবস্থিত এস এস বি ক্যাম্পে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসবির ৫৩ ব্যাটেলিয়নের কমান্ডেন্ট বিজয় সিং, সেকেন্ড ইন কমান্ড ধীরাজ কুমার এবং ডেপুটি কমান্ডেন্ট দিলীপ কুমার সরকার। ভুটানের তরফ থেকে উপস্থিত ছিলেন এক ঝাঁক ভুটানের আধিকারিকরা, তার মধ্যে উল্লেখযোগ্য ভুটানের চুখা জেলার জেলাশাসক দাশো তেঞ্জিং চোপেল। এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর দুই দেশের প্রতিনিধিরা একে অপরকে মিষ্টি বিনিময় করেন। পরবর্তীতে একটি প্রীতি ভলিবল ম্যাচ আয়োজিত হয় ভুটান আর্মি এবং এসএসবি জওয়ানদের মধ্যে।এস এস বি আধিকারিক জানিয়েছেন,এ ধরনের অনুষ্ঠান প্রতিবেশী দেশের সঙ্গে করা হয়েছে।তাতে দুদেশের নানা কিছু শেয়ার করলে বর্ডার রক্ষনাবেক্ষনে সুবিধে হবে।