Switzerland Hotel Price: ছাদ দেওয়াল নেই হোটেলের ভাড়া কত?
এই হোটেলের নেই ছাদ নেই দেওয়াল। সম্পূর্ণ প্রকৃতির মধ্যে আকাশের নিচে নিশি যাপন। সুইজারল্যান্ডে এই হোটেল। গোবসি পাহাড়ের চূড়োতে এই হোটেল। হোটেলটি তৈরি করেছেন দুই সুইস শিল্পী। রিকলিন এবং ফ্রাঙ্ক নামক দুই শিল্পীর ডিজাইন এই হোটেল। টাইলসের মেঝে ,বিলাসবহুল বিছানা তবে শৌচাগার একটু দূরে। এই হোটেলের ভাড়া ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা।
এই হোটেলের নেই ছাদ নেই দেওয়াল। সম্পূর্ণ প্রকৃতির মধ্যে আকাশের নিচে নিশি যাপন। সুইজারল্যান্ডে এই হোটেল। গোবসি পাহাড়ের চূড়োতে এই হোটেল। হোটেলটি তৈরি করেছেন দুই সুইস শিল্পী। রিকলিন এবং ফ্রাঙ্ক নামক দুই শিল্পীর ডিজাইন এই হোটেল। টাইলসের মেঝে ,বিলাসবহুল বিছানা তবে শৌচাগার একটু দূরে। এই হোটেলের ভাড়া ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা। তবে অনেকেই এই হোটেলে থাকার জন্য বেশি দাম দিতেও রাজি কারণ এই হোটেলে থাকার জন্য ওয়েটিং লিস্ট নাকি ৯০০০ এরও বেশি । আক্ষরিক ভাবেই প্রকৃতির মধ্যে এই হোটেল। মিনিমাল জীবন যাপনের ইচ্ছে যাদের তাদের কাছে এই হোটেল আকর্ষণীয়।