Kolkata Doctor’s Protest: চেয়ার না পেয়ে মাটিতে বসে চিকিৎসক!

| Edited By: সোমনাথ মিত্র

Apr 09, 2025 | 1:09 PM

ছ’মাস আগে যোগ দিয়েছিলেন কাজে, কিন্তু পাননি চেয়ার-টেবিল, ফোন, পাননি কোনও দায়-দায়িত্বও। তবে মাইনে পাচ্ছেন নিয়মমাফিক, এমনটাই অভিযোগ স্বাস্থভবনের মেডিক্যাল অফিসার গৌরাঙ্গসুন্দর জানার। তার দাবি, আরও জনা ৭০ অফিসার এমনই বসে মাইনে পাচ্ছে। আর এরই প্রতিবাদ জানাতে তিনি বেছে নিয়েছেন এক অভিনব পন্থা। দেখুন ভিডিয়ো

ছ’মাস আগে যোগ দিয়েছিলেন কাজে, কিন্তু পাননি চেয়ার-টেবিল, ফোন, পাননি কোনও দায়-দায়িত্বও। তবে মাইনে পাচ্ছেন নিয়মমাফিক, এমনটাই অভিযোগ স্বাস্থভবনের মেডিক্যাল অফিসার গৌরাঙ্গসুন্দর জানার। তার দাবি, আরও জনা ৭০ অফিসার এমনই বসে মাইনে পাচ্ছে। আর এরই প্রতিবাদ জানাতে তিনি বেছে নিয়েছেন এক অভিনব পন্থা। দেখুন ভিডিয়ো