Tutankhamun-এর Mummy নিয়ে অভিশাপের গল্প, এবার বিজ্ঞানীরা কারণ খুঁজে পেলেন সেই সব মৃত্যুর!

Nov 04, 2025 | 4:12 PM

Mummy of Tutankhamun, Grand Egyptian Museum: কায়রোতে উদ্বোধন হল বিশ্বের বৃহত্তম যাদুঘর গ্র্যান্ড ইজিপসিয়ান মিউজিয়াম। এখানে জীবন্ত হয়ে উঠবে ৫ হাজার বছরের ইতিহাস। অবশেষে ২০ বছরের চেষ্টায় খুলল এই মিউজিয়াম। এখানে ফারাও তুতানখামেনের সব জিনিসের একসঙ্গে প্রদর্শনী হবে।

মিশরের রাজধানী কায়রোতে উদ্বোধন হল বিশ্বের বৃহত্তম যাদুঘর গ্র্যান্ড ইজিপসিয়ান মিউজিয়াম। এখানে জীবন্ত হয়ে উঠবে ৫ হাজার বছরের ইতিহাস। অবশেষে ২০ বছরের চেষ্টায় খুলল এই মিউজিয়াম। এখানে ফারাও তুতানখামেনের সব জিনিসের একসঙ্গে প্রদর্শনী হবে।

আসলে তুতানখামেন বললেই মনে ভেসে ওঠে সেই অভিশাপের গল্প। যা অভিশাপের কারণে মৃত্যু হয়েছিল তুতানখামেনের সমাধি আবিষ্কারের সঙ্গে যুক্ত থাকা অনেক মানুষের। যদিও আশ্চর্যজনক ভাবে কিছুই হয়নি এই অভিযানের লিডার হাওয়ার্ড কার্টারের। এখানে থাকবে প্রায় ১ লক্ষ প্রত্নবস্তু। এ ছাড়াও থাকবে ফারাও তুতানখামেনের সমাধি থেকে আবিষ্কৃত সবকিছুই।

Published on: Nov 04, 2025 04:10 PM