Fake Medicine: ডিসকাউন্টে জাল ওষুধ নয় তো?
ডিসকাউন্টে জাল ওষুধ নয় তো? কম পয়সায় ওষুধ কে না চায়। কিন্তু ভেবে দেখেছেন কি গুণমান ঠিক আছে কিনা? ভেজাল ওষুধ নয় তো?
২০% ডিস্কাউন্ট। থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট । জামাকাপড় খাবারদাবার নয়। ওষুধের দোকানগুলোর নিজেদের মধ্যেই যেন প্রতিযোগিতা শুরু হয়েছে কে কত বেশি ছাড় দিতে পারে। ভিড় চলছে ক্রেতাদের। কম পয়সায় ওষুধ কে না চায়। কিন্তু ভেবে দেখেছেন কি গুণমান ঠিক আছে কিনা? ভেজাল ওষুধ নয় তো?
বিক্রেতারা তো সাফাই দেবেন। তারা তো বলবেনই কোন সমস্যা নেই। কিন্তু কতটা সত্যি? কি বলছেন ডাক্তারবাবুরা? স্বল্প মূল্যের ছাড় দেওয়া ওষুধ খাওয়া কি উচিত?
জেনেরিক ওষুধ খাওয়া খুবই ভাল। তবে অনেকে জেনেরিক ওষুধ কিনতে গিয়ে ভুল ওষুধ কিনলে বিপদ বাড়বে। অনেক সময় ওষুধের দোকানে জেনেরিক ওষুধ বেশি ডিসকাউন্টে দেয়। এটা অনেকটাই ওষুধের দোকানদারের উপর নির্ভরশীল। গুণগতমান খারাপও হতে পারে। প্রত্যেকটা ওষুধের দোকানে ফার্মাসিস্ট থাকা খুবই দরকার।
Published on: Jan 08, 2024 08:30 PM