Gangasagar News: চন্দ্রযানের আদলে ভেলা!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 20, 2023 | 6:16 PM

গঙ্গাসাগরের শিকারপুরে মুড়িগঙ্গা নদীতে ভাসানো হলো চন্দ্রযান থ্রিয়ের আদলে তৈরী ভেলা। যা দেখতে ভিড় জমালেন হাজার হাজার মানুষ। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় রন্ধন পুজো উপলক্ষে মা মনসার আরাধোনা করেন উপকূল এলাকার বাসিন্দারা। পুজো শেষে ভেলা ভাসানো হয় নদী ও আশেপাশের জলাশয়ে। এ রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে।

গঙ্গাসাগরের শিকারপুরে মুড়িগঙ্গা নদীতে ভাসানো হলো চন্দ্রযান থ্রিয়ের আদলে তৈরী ভেলা। যা দেখতে ভিড় জমালেন হাজার হাজার মানুষ। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় রন্ধন পুজো উপলক্ষে মা মনসার আরাধোনা করেন উপকূল এলাকার বাসিন্দারা। পুজো শেষে ভেলা ভাসানো হয় নদী ও আশেপাশের জলাশয়ে। এ রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। এবার সাগরের কোম্পানীছাড়ের বাসিন্দা উদয় মন্ডল তার বাবা পরিমল মন্ডলের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন চন্দ্রযান থ্রির আদলে ভেলা। কাঠ, প্লাইউড, থার্মোকল, টিন সহ বিভিন্ন সামগ্রী দিয়ে এই ভিলাটি তৈরি করা হয়েছিল। পাথরপ্রতিমা থেকে আসা শিল্পী শান্তিব্রত বরের হাতের ছোঁয়ায় বানানো হয়েছিল এই ভেলাটি। ভেলাটি বানাতে সময় লেগেছিল দশ দিনের বেশী।কিভাবে চন্দ্রযান থেকে বিক্রম চাঁদের মাটিতে ল্যান্ড করেছে, সেই দৃশ্যও তুলে ধরা হয়েছে এই ভেলার মাধ্যমে। চন্দ্রযান থ্রিয়ের আদলে তৈরি ভেলা ছাড়াও কেদারনাথ মন্দির, কপিলমুনি মন্দির, রাম মন্দির ছাড়াও জাহাজের আদলে তৈরি ভেলা নিয়ে এলাকার বিভিন্ন পুজো কমিটি হাজির হয়েছিলেন গঙ্গার ঘাটে। ভেলা ভাসানো দেখতে মঙ্গলবার রাতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ।

Published on: Sep 20, 2023 06:15 PM