Panchayat Election 2023: নদী বরণের মধ্য দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী
পরিবেশের ভারসাম্য রক্ষা করতে নদী বরণের মধ্য দিয়ে প্রচার তৃণমূল প্রার্থীর। বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের সংগ্রামপুর-শিবহাটী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের প্রার্থী পারমিতা ঘোষ।
পরিবেশের ভারসাম্য রক্ষা করতে নদী বরণের মধ্য দিয়ে প্রচার তৃণমূল প্রার্থীর। বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের সংগ্রামপুর-শিবহাটী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের প্রার্থী পারমিতা ঘোষ। রাজনীতির আঙিনায় হাতেখড়ি এই প্রথম। প্রচারে যাওয়ার আগে ইছামতি নদীকে বরণ করেন তিনি। তারপর সংগ্রামপুরের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে জনসংযোগের মধ্য দিয়ে ভোটারদের আশীর্বাদ ও শুভেচ্ছা ভালোবাসা নিতে মানুষের দুয়ারে গিয়েছিলেন। প্রতিটা বাড়িতে তিনি ভালো সাড়া পেলেন। আড়ার গ্রামবাসী সরস্বতী বিশ্বাস প্রার্থী পারমিতা ঘোষকে পেয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন। তিনি প্রার্থীকে বলেন, “দীর্ঘদিন বেহাল নিকাশি ব্যবস্থা যার কারণে বর্ষা পড়লেই জল ঢুকে যায় ঘরের মধ্যে। সাপ, ব্যাঙ ও পোকামাকড়ের জন্ম নেয় তার মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাদের। ড্রেনের ব্যবস্থা অত্যন্ত দুর্বল।” নতুন প্রার্থীকে কাছে পেয়ে অনুন্নয়নের কথা বললেন তারা। এই কথা শুনে তৃণমূলের প্রার্থী পারমিতা ঘোষ বলেন, “আমি এবছরের নতুন প্রার্থী। গত ৫ বছর পঞ্চায়েত সমিতিতে ডালিয়া ঘোষ দাঁড়িয়েছিল। তিনি এই কাজটা কেন করেননি? বলতে পারব না। তবে আমি কথা দিচ্ছি যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আগে আমার প্রথম কাজ হবে নিকাশি ব্যবস্থা সচল করা।” সাত সকালে তৃণমূলের প্রার্থী প্রচারে গিয়ে প্রথমে ইছামতি নদীকে শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে ও ধূপ, মোমবাতি ও মিষ্টি দিয়ে বরণ করেন। কারণ এই নদীর উপরে ভরসা করে তার নির্বাচনী ক্ষেত্রে বহু মৎস্যজীবীর মাছ ধরে জীবন নির্বাহ হয়। অন্যদিকে এই নদীর জল ব্যবহার করে কৃষি কাজে লাগানো হয়, যার ফলে উপকৃত হন তার এলাকার কৃষকরাও। তাই নদীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে প্রচারে বেরিয়ে বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আলাপচারিতা সারলেন তৃণমূল কংগ্রেসের নবমনোনিত প্রার্থী।