Panchayat Election 2023: বাউল গানে শান্তিপূর্ণ নির্বাচনের আবেদন
বাউলের গানে ভোট প্রসঙ্গ তা শুনেই থমকে যাচ্ছেন পথ চলতি মানুষজন। আজ কালনা শহর ও বিভিন্ন গ্রামের রাস্তা,অলিগলি ঘুরে এভাবেই শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট ও সকলকে ভোট দেওয়ার বার্তা দিলেন বাউল শিল্পী স্বপ্নন দত্ত। প্রতিটি নিজের লেখা গান,নিজের দেওয়া সুর।
শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না, এই সুরে গান গেয়ে রাস্তায় রাস্তার শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট ও মানুষজনকে ভোট দিতে বার্তা দিচ্ছেন এক বাউল শিল্পী। বাউলের গানে ভোট প্রসঙ্গ তা শুনেই থমকে যাচ্ছেন পথ চলতি মানুষজন। আজ কালনা শহর ও বিভিন্ন গ্রামের রাস্তা,অলিগলি ঘুরে এভাবেই শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট ও সকলকে ভোট দেওয়ার বার্তা দিলেন বাউল শিল্পী স্বপ্নন দত্ত। প্রতিটি নিজের লেখা গান,নিজের দেওয়া সুর।গানের কথায় কখনো উঠে এসেছে জাত পাত ভুলে ভোট দেওয়ার অধিকার প্রসঙ্গ,আবার কোন গানে জনগণের উদ্যেশে ভোট দান প্রসঙ্গ।ঠিক তার গানেও উঠে এসেছে নমিনেশন নিয়ে গুলি,বোমা হিংসা খুন।তবে রাজ্যের বিভিন্ন জায়গায় মনোনয়ন নিয়ে হিংসার ছবি দেখা গেলেও ভোট আবহে শান্ত পরিবেশ কালনাতে,তাও তুলে ধরছেন গানের মাধ্যমে রাষ্ট্রপতি সংসাপত্র প্রাপক বাউল শিল্পী স্বপন দত্ত।