Weather Update: বৃষ্টি নয় ফের বিরাট পরিবর্তন আবহাওয়ায়, কী বলছে আলিপুর?

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 18, 2025 | 4:46 PM

Breaking News in Bengali Live Updates:অন্তত, আগামী পাঁচ সাত দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই বলছে হাওয়া অফিস। আজ ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা। এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। সকাল সন্ধ্যা শীতের আমেজ সামান্য কমবে। দিনের বেলা শীতের অনুভূতি অনেকটাই কমবে।

মাঝে কয়েকদিন ঠান্ডা পড়লেও গত পরশু থেকে একটু-একটু করে ফের গরম অনুভূত হতে শুরু করেছে। এই আবহের মধ্যেই এবার শীতপ্রেমীদের জন্য মনখারাপের খবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস। বড়দিনের আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই দিল হাওয়া অফিস। অন্তত, আগামী পাঁচ সাত দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই বলছে হাওয়া অফিস। আজ ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা। এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। সকাল সন্ধ্যা শীতের আমেজ সামান্য কমবে। দিনের বেলা শীতের অনুভূতি অনেকটাই কমবে।

Published on: Dec 18, 2025 04:43 PM