Saurav Das & Darshana Banik: বিয়ের ৬ মাস কাটতেই স্ত্রী সম্পর্কে এ কী বলছেন সৌরভ!
২০২৩ সালের ১৫ ডিসেম্বর প্রেমিক-অভিনেতা সৌরভ দাসকে বিয়ে করেছেন অভিনেত্রী দর্শনা বণিক। বিয়ের ৬ মাস কাটতেই স্ত্রী সম্পর্কে সৌরভ বলেছেন, "নায়িকা বউ চেয়েছি! আর নাটক করলেই দোষ। সারাক্ষণ নেচেকুদে বেড়ায়। আয়না দেখলেই নাচে।"
পান-সুপারির বিজ্ঞাপনে না কার্তিকের
প্রচুর ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন করেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। কিন্তু তিনি না বলেছেন পান-সুপারির বিজ্ঞাপনে। সোজাসাপ্টা বলেছিলেন, ফরসা হওয়ার ক্রিম এবং পান-সুপারির বিজ্ঞাপন তিনি করতে পারবেন না। বিষয়টা তাঁর কাছে নৈতিকতার বিষয়।
তৃপ্তির নতুন বাড়ি
১৪ কোটি টাকার বাড়ি কিনলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। এটাই তাঁর ক্রয় করা প্রথম বাড়ি। মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে বাড়িটি কিনেছিলেন তৃপ্তি। ‘অ্যানিম্যাল’ ছবিতে ভাবি টু, তথা জ়োয়ার চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তৃপ্তি। তারপর থেকে পরপর থেকে বেশকিছু হিন্দি ছবিতে অফার এসেছে তাঁর। সম্পত্তি বাড়াচ্ছেন অভিনেত্রী।
ফের একসঙ্গে কাজ
১৪ বছর পর নাকি ফের একসঙ্গে কাজ করছেন অভিনেতা অভিষেক বচ্চন এবং অমিতাভ বচ্চন। ‘পা’, ‘বান্টি অউর বাবলি’, ‘কভি আলবিদা না কেহনা’ ছবিতে কাজ করার পর আর কোনও ছবিতেই কাজ করেননি অমিতাভ-অভিষেক। এবার তাঁদের একসঙ্গে ডাবিং করতে দেখা গিয়েছে। তা হলে কি আবার কোনও ছবিতে বাবা-ছেলেকে একসঙ্গে দেখা যাবে?
৬ মাস পর স্ত্রী সম্পর্কে সৌরভ
২০২৩ সালের ১৫ ডিসেম্বর প্রেমিক-অভিনেতা সৌরভ দাসকে বিয়ে করেছেন অভিনেত্রী দর্শনা বণিক। বিয়ের ৬ মাস কাটতেই স্ত্রী সম্পর্কে সৌরভ বলেছেন, “নায়িকা বউ চেয়েছি! আর নাটক করলেই দোষ। সারাক্ষণ নেচেকুদে বেড়ায়। আয়না দেখলেই নাচে।”
তাহসানের কঠিন রোগ
শোনা যাচ্ছে, কঠিন অসুখ করেছেন বাংলাদেশের গায়ক-অভিনেতা তাহসান। গলায় সমস্যা হয়েছে তাঁর। ক্ষতিগ্রস্ত তাঁর কণ্ঠস্বর। রোগের নাম হেটেরোটোপিয়া। জানা যাচ্ছে, এই অসুখের কারণেই নাকি আর গান গাইতে পারবেন না তাহসান। তাহসানের আরও এক পরিচয় তিনি বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী মিথিয়ার প্রাক্তন স্বামী।
‘আমি ক্ষমাপ্রার্থী’
একদিকে কঙ্গনা রানাওয়াত, অন্যদিকে সোহম চক্রবর্তী। দুজনেই এই মুহূর্তে চড় কাণ্ডের কারণে চর্চিত। একজন থাপ্পড় খেয়েছেন, অপরজন মেরেছেন। যদিও দুটি পৃথক ঘটনা। তবে এবার নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিলেন বিধায়ক, অভিনেতা সোহম চক্রবর্তী।
কেমন আছেন উৎপলেন্দু?
একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার-জয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী অসুস্থ দীর্ঘদিন ধরে। ৭৬ বছর বয়সী এই মানুষটা শুধু যে টলিউডের তারকাদের স্মৃতির পাতা থেকে ক্ষীণ হয়ে এসেছেন তেমনটা নয়, পরিবারের সঙ্গেও সম্পর্ক নেই তেমন। নিজের বাড়িতেই পড়ে গিয়েছিলেন তিনি। কোমর ও ডান পায়ে আঘাত পান। ভেঙে যায় হাড়। এরপর দীর্ঘসময় হাসপাতালে ভর্তি থেকে চলে চিকিৎসা। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লম্বা সময়।
ছুটিতে দাদা
ছুটির মুডে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। শনিবার সকাল থেকেই একগুচ্ছ ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়া। পরে আছেন চেকড শার্ট, চোখে কালো সানগ্লাস, মাথায় টুপি। সঙ্গে রয়েছেন সানা-ডোনাও। এই মুহূর্তে তিনি রয়েছেন নিউ ইয়র্ক শহরে।
কত দাম?
বিদেশে ঘুরতে গিয়ে একগুচ্ছ ছবি সামনে এসেছে রাজ-শুভশ্রীর। দেখতে ‘সাদামাঠা’ হলেও ছবিতে রাজ যে টি-শার্টটি পরে আছেন, তাঁর দাম কত ধারণা আছে? এ কিন্তু যে সে শার্ট নয়, বিশ্বে জনপ্রিয় ব্র্যান্ড গুচির শার্ট। একটু সার্চ করলেই জানা যাবে, অনুরূপ দেখতে ওই ধরনের টি-শার্ট এই মুহূর্তে ওই ব্র্যান্ডের অনলাইন শপিং সাইট থেকে বিক্রি হচ্ছে ৪৮ হাজার ৫৭৫ টাকায়।