Chandrokona News: মদ বন্ধে উদ্যোগী মহিলারা!
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের হীরধরপুর এলাকার। মহিলাদের দাবি অবৈধ মদের কারবারের সর্বস্বান্ত হচ্ছেন তারা। পরিবারের রোজগের পুরুষেরা রোজকারের অধিকাংশ পয়সাই খরচা করছে নেশার জন্য যার ফলে প্রায়শই সংসারে লেগে থাকতে অশান্তি। পুলিশ সূত্রে খবর কার্তিক গঞ্জন নামে এক কারবারিকে ৫০ লিটার চোলাই মদ সহ আটক করা হয়েছে,ধৃতকে আজ ঘাটাল আদালতে তোলা হবে।
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের হীরধরপুর এলাকার। মহিলাদের দাবি অবৈধ মদের কারবারের সর্বস্বান্ত হচ্ছেন তারা। পরিবারের রোজগের পুরুষেরা রোজকারের অধিকাংশ পয়সাই খরচা করছে নেশার জন্য যার ফলে প্রায়শই সংসারে লেগে থাকতে অশান্তি। এলাকা থেকে অবৈধ মোদের ব্যবসা বন্ধের দাবিতে এক ব্যবসায়ীকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া সাথে ফাঁড়িতে পৌঁছে অবৈধ মদ কারবার বন্ধ করার দাবি সহ ব্যবসায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মহিলারা। পুলিশ সূত্রে খবর কার্তিক গঞ্জন নামে এক কারবারিকে ৫০ লিটার চোলাই মদ সহ আটক করা হয়েছে,ধৃতকে আজ ঘাটাল আদালতে তোলা হবে।