Bagda: স্বামীর প্রেমিকার সঙ্গে চুলোচুলি! ভিডিয়ো দেখেই পদক্ষেপ পুলিশের

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 09, 2024 | 2:11 PM

Bagda: হেলেঞ্চা বৈচিডাঙ্গার বাসিন্দা সরোজ বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে দক্ষিণ হেলেঞ্চার এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। অন্তত তেমনই দাবি সরোজের স্ত্রীর। এদিন সরোজ বিশ্বাসের স্ত্রী এবং আরও কয়েকজন মহিলা এই বিষয় নিয়ে কথা বলতে যান অভিযুক্ত মহিলার স্বামীর সঙ্গে।

Bagda: স্বামীর প্রেমিকার সঙ্গে চুলোচুলি! ভিডিয়ো দেখেই পদক্ষেপ পুলিশের
চুলোচুলির ভিডিয়ো ভাইরাল
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: স্বামীর সঙ্গে পাশের গ্রামের এক মহিলার  সম্পর্ক রয়েছে। জানতে পেরে গিয়েছিলেন স্ত্রী। তাই গ্রামের অন্যান্য মহিলাদের নিয়ে সেই মহিলার বাড়িতে চড়াও হন। সেই মহিলার স্বামীর সঙ্গে কথা বলতে থাকেন তিনি। তখনই ভিতর থেকে বেরিয়ে আসেন ওই অভিযুক্ত মহিলা। দু’জনের মধ্যে চুলোচুলি শুরু হয়ে যায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চাতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  হেলেঞ্চা বৈচিডাঙ্গার বাসিন্দা সরোজ বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে দক্ষিণ হেলেঞ্চার এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। অন্তত তেমনই দাবি সরোজের স্ত্রীর। এদিন সরোজ বিশ্বাসের স্ত্রী এবং আরও কয়েকজন মহিলা এই বিষয় নিয়ে কথা বলতে যান অভিযুক্ত মহিলার স্বামীর সঙ্গে। কথা বলবার সময় আচমকা সরোজ বিশ্বাসের স্ত্রী ও অভিযুক্ত মহিলা নিজেদের মধ্যে চুলোচুলিতে জড়িয়ে পড়েন।

অভিযুক্ত মহিলার স্বামী পারমিতা বিশ্বাস নামে এক মহিলাকে মারধর করে বলে অভিযোগ। পরবর্তীতে বাগদা থানায় অভিযুক্ত মহিলার স্বামী ভোম্বল রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পারমিতা বিশ্বাস। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করে বাগদা থানার পুলিশ ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article