
পাইকর: আগেই বরখাস্ত করা হয়েছিল চাকরি থেকে। এবার সেই সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পাইকর থানা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার অভিযোগ, সোমবার গভীর রাতে জোর করে তাঁদের বাড়িতে ঢোকেন। গলায় ছুরি ধরে তাঁকে ধর্ষণ করে। সেই সময়ই মহিলার চিৎকার শুরু করলে দৌড়ে আসেন প্রতিবেশীরা। তাঁর চিৎকারেই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় ওই যুবক।
এলাকা থেকেই খবর চলে যায় পাইকর থানায়। ততক্ষণে খবর চাউর হতেই আশপাশের এলাকাতেও রীতিমতো তীব্র চাঞ্চল্য তৈরি হয়। মারমুখী হয়ে ওঠে উত্তেজিত জনতা। খবর পেয়ে ততক্ষণে তৎপর হয় পুলিশ। দ্রুত ঘটনাস্থলে চলে আসে পাইকর থানার পুলিশ। অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। পরের দিন সকালে ছেড়েও দেয় পুলিশ। এরইমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। আর তারপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। চলে জিজ্ঞাসাবাদ। এদিনই তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।
সূত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে সিভিক ভলান্টিয়র হিসাবে কর্মরত অবস্থায় একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। থানার নিয়মের বাইরে গিয়েও কাজের অভিযোগ রয়েছে। নানা বেনিয়মের জেরে শেষ পর্যন্ত বরখাস্তই করা হয় তাঁকে। এবার সেই সিভিকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। শাস্তির দাবি তুলেছেন এলাকার লোকজনও।