Siliguri: ‘একটা শসা ২০ টাকা, টাস্ক ফোর্স পিছন ঘুরলেই যে যার মতো দাম বলছে’

Prasenjit Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 25, 2024 | 2:01 PM

Siliguri: এদিন দুপুরে বাজারে অভিযানে নামে এসটিএফ। কিন্তু দাম কমাতে সদর্থক ভূমিকা নিতে পারে নি তারাও। কয়েকটি বাজারে গিয়ে দাম শুনে ফিরে যান তারা। এ দিন সকালে রেগুলেটেড মার্কেট ছাড়াও বিধান মার্কেটে যান এসটিএফের কর্তারা। কিন্তু দাম কমেনি এতটুকুও।

Siliguri: একটা শসা ২০ টাকা, টাস্ক ফোর্স পিছন ঘুরলেই যে যার মতো দাম বলছে
সবজি বাজারে টাস্ক ফোর্স
Image Credit source: Tv9 Bangla

Follow Us

শিলিগুড়ি: শিলিগুড়িতে ফের বাজারে অভিযানে স্পেশাল টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উষ্মা প্রকাশের পর গত কয়েকদিনে অভিযান হলেও আলুর দাম কমেনি এতটুকুও। সোমবার বাজারে আলু ৩৫ টাকা কিলো। নতুন আলু ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ভূটানের আলুর দাম ৬০ টাকা কিলো। সবজির দামেও যেন আগুন লেগেছে।

বাজার করতে এসে বাসিন্দারা বলেন,”সবাই নিজের পকেট ভরাতে ব্যস্ত৷ মুখ্যমন্ত্রী বলছেন বটে,কেউ শুনছে না। গত কয়েক দিনে এক আনা দামও কমেনি।” এক মহিলা বলেন, “একটা শসা বলছে ২০ টাকা। মটরশুটি ১৫০ টাকা। কিছুই হচ্ছে না। টাস্ক ফোর্স চলে গেলেই ওরা আবার যে যার মতো দাম নিচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না।”

এদিন দুপুরে বাজারে অভিযানে নামে এসটিএফ। কিন্তু দাম কমাতে সদর্থক ভূমিকা নিতে পারেনি তারাও। কয়েকটি বাজারে গিয়ে দাম শুনে ফিরে যান তারা। এ দিন সকালে রেগুলেটেড মার্কেট ছাড়াও বিধান মার্কেটে যান এসটিএফের কর্তারা। কিন্তু দাম কমেনি এতটুকুও। টাস্ক ফোর্সের এক আধিকারিক বলেন, “হোল সেলের সঙ্গে রিটেলের তো একটা ব্যাপার আছে। শীতের সবজি উঠছে। দাম আস্তে আস্তে পড়ে যাবে। আলুর দামও কমবে। নতুন আলু উঠলেই দাম কমে যাবে।

Next Article