
হাওড়া: তাঁর বউকে নিয়ে পালিয়ে গিয়েছিল বন্ধু। মনে মনে বন্ধুর উপর রাগ পুষে রেখেছিলেন। সুযোগ পেয়েই মদের আসরে বন্ধুকে ডেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্য হাওড়ার গণেশ মাঝি লেনে। মৃতের নাম রবি প্রসাদ। বিকাশ চৌধুরী ওরফে মনু নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বন্ধু-বান্ধবদের ডেকে বাড়ির ছাদে মদের আসর বসিয়েছিলেন বিকাশ চৌধুরী। সেখানে ডাকা হয় রবি প্রসাদকেও। পুলিশ জানিয়েছে, মদের আসরে বিকাশের সঙ্গে রবির বচসা বাধে। তখনই চপার দিয়ে রবিকে এলোপাথাড়ি কোপান বিকাশ। রবি দৌড়ে পালানোর চেষ্টা করেন। সিঁড়িতে পড়ে যান তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বিকাশের স্ত্রীকে নিয়ে রবি ৯-১০ মাস আগে পালিয়ে গিয়েছিলেন। পরে ফিরে আসেন বিকাশের স্ত্রী। সেই থেকে রবির উপর রাগ পুষে রেখেছিলেন বিকাশ। গতকাল বিকাশের স্ত্রী বাড়িতে ছিলেন না। তিনি বাপেরবাড়ি গিয়েছিলেন। সেই সুযোগেই বাড়িতে মদের আসরে রবিকে ডাকেন বিকাশ। হঠাৎ ওই বাড়িতে চিৎকার শুনে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দেখেন, ৩ জন লোক দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছেন। মামণি গায়েন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাতে হঠাৎ বাঁচাও বাঁচাও চিৎকার হয়। তিনজন দৌড়ে পালায়। এখানে প্রতিদিন মদের আসর বসে।”
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভুত সম্পর্ক থেকে শত্রুতার জেরে এই খুন। হাওড়া থানা এলাকা থেকে ধারালো অস্ত্র-সহ বিকাশকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের মা জানিয়েছেন, তিনি কিছু জানেন না। শুধু একজনকে খুনের কথা শুনেছেন।