Marijuana Recovered: লোডিং-আনলোডিংয়ের সময়েই সব পর্দাফাঁস! দেড়শো কেজি গাঁজা সমতে লিলুয়ায় পাকড়াও ৪

Marijuana Recovered: লিলুয়া জয়পুর আন্ডারপাসের কাছে ওত পেতে বসেছিল পুলিশ। শুরু হয়েছিল চেকিং। সূত্রের খবর, জয়পুরে বড় লরি থেকে ছোট গাড়িতে গাঁজা আনলোড করছিল চারজন। ঠিক তখনই তাঁদের পাকড়াও করে লিলুয়া থানার পুলিশ।

Marijuana Recovered: লোডিং-আনলোডিংয়ের সময়েই সব পর্দাফাঁস! দেড়শো কেজি গাঁজা সমতে লিলুয়ায় পাকড়াও ৪
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 13, 2025 | 5:01 PM

লিলুয়া: ফের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার। জোর শোরগোল লিলুয়াতে। গ্রেফতার ৪ জন। উদ্ধার প্রায় দেড়শো কেজি গাঁজা। সূত্রের খবর, ওড়িশা থেকেই চারচাকা করে এই গাঁজ নিয়ে আসছিল অশোক কুমার সিং, সুনীল মাহাতো, মনোজ সিং, কমলেশ কুমার নামে চার ব্যক্তি। কিন্তু সেই খবর গোপন সূত্রে আগেই পেয়ে গিয়েছিল পুলিশ। তারপরই পাতা হয়েছিল ফাঁদ। সেই ফাঁদেই পা দেয় দুষ্কৃতীরা। 

লিলুয়া জয়পুর আন্ডারপাসের কাছে ওত পেতে বসেছিল পুলিশ। শুরু হয়েছিল চেকিং। সূত্রের খবর, জয়পুরে বড় লরি থেকে ছোট গাড়িতে গাঁজা আনলোড করছিল চারজন। ঠিক তখনই তাঁদের পাকড়াও করে লিলুয়া থানার পুলিশ। আটক করা হয় দু’টি গাড়িকেই। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে থরেথরে সাজানো গাঁজার প্যাকেট। 

গ্রেফতারির পর থেকেই চলছে জিজ্ঞাসাবাদ। শুক্রবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। তবে এই চার ব্য়ক্তির সঙ্গে আরও বড় কোনও চক্র জড়িত আছে কিনা, আর কোথাও গাঁজা পাচারের ছক রয়েছে কিনা তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এদিকে ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে জয়পুর অঞ্চলে।