জলপাইগুড়ি: ঘুরছে-ফিরছে, হাতে রয়েছে ছোট-ছোট চিরকুট। সেই চিরকুটে লেখা উত্তর। এবার সেই চিরকুট কেউ ঢোকাচ্ছে জুতোর ভিতর। কেউ আবার মোজায়। কেউ আবার স্কুলের পিছনে উত্তর মিলিয়ে নিচ্ছে। মাধ্যমিক শুরুর প্রথম দিনই এ ছবি ধরা পড়ল জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায়।
সোমবার প্রথম পরীক্ষা ছিল মাধ্যমিকের। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কেবল পাড়া হাইস্কুলে দেখা গেল টুকলির চিত্র। জানা যাচ্ছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা কাটতে না কাটতেই পরীক্ষার্থীদের কেউ কেউ বাইরে বেরিয়ে আসছেন। কেউ বলছে, জল পিপাসা পেয়েছে। কেউ আবার বাথরুম যাওয়ার অছিলায় বেরিয়ে আসছে। তারপর স্কুলের পিছন দিকে এসে ছোট ছোট চিরকুটে উত্তর লিখে মোজায় ঢুকিয়ে তা নিয়ে ঢুকে যাচ্ছে পরীক্ষার হলে। কেউ আবার পকেট থেকে চিরকুট বের করে মিলিয়ে নিচ্ছে।
গোটা স্কুলে কোনও সীমানা প্রাচীর নেই। ফাঁকা স্কুলের পিছনের অংশ। যেহেতু পুলিশ কর্মীরা স্কুলের সামনে প্রহরা দিচ্ছেন সেই কারণে স্কুলের পিছনের অংশে চলে আসছেন ছাত্র-ছাত্রীরা। আর এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্কুল কর্তৃপক্ষ বা যদিও বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি। ডিআই-ও দফতরে না থাকায় তিনিও প্রতিক্রিয়া দেননি।
জলপাইগুড়ি: ঘুরছে-ফিরছে, হাতে রয়েছে ছোট-ছোট চিরকুট। সেই চিরকুটে লেখা উত্তর। এবার সেই চিরকুট কেউ ঢোকাচ্ছে জুতোর ভিতর। কেউ আবার মোজায়। কেউ আবার স্কুলের পিছনে উত্তর মিলিয়ে নিচ্ছে। মাধ্যমিক শুরুর প্রথম দিনই এ ছবি ধরা পড়ল জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায়।
সোমবার প্রথম পরীক্ষা ছিল মাধ্যমিকের। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কেবল পাড়া হাইস্কুলে দেখা গেল টুকলির চিত্র। জানা যাচ্ছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা কাটতে না কাটতেই পরীক্ষার্থীদের কেউ কেউ বাইরে বেরিয়ে আসছেন। কেউ বলছে, জল পিপাসা পেয়েছে। কেউ আবার বাথরুম যাওয়ার অছিলায় বেরিয়ে আসছে। তারপর স্কুলের পিছন দিকে এসে ছোট ছোট চিরকুটে উত্তর লিখে মোজায় ঢুকিয়ে তা নিয়ে ঢুকে যাচ্ছে পরীক্ষার হলে। কেউ আবার পকেট থেকে চিরকুট বের করে মিলিয়ে নিচ্ছে।
গোটা স্কুলে কোনও সীমানা প্রাচীর নেই। ফাঁকা স্কুলের পিছনের অংশ। যেহেতু পুলিশ কর্মীরা স্কুলের সামনে প্রহরা দিচ্ছেন সেই কারণে স্কুলের পিছনের অংশে চলে আসছেন ছাত্র-ছাত্রীরা। আর এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্কুল কর্তৃপক্ষ বা যদিও বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি। ডিআই-ও দফতরে না থাকায় তিনিও প্রতিক্রিয়া দেননি।