Dhupguri: ফর্ম কোথায়? ধূপগুড়িতে দেরীতে শুরু কাজ
সার্ভের জন্য প্রয়োজনীয় ফর্ম দেরীতে পেয়েছেন বলে দাবি করেন। সেই কারণে দেরীতে শুরু হয় ফর্ম দেওয়ার কাজ। নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে, সকাল থেকেই সার্ভে শুরু করতে হবে। তবে এগারোটা বেজে যাওয়ার পরও কাজ শুরু করে দেরী হয়।
আজ থেকে শুরু হয়েছে বাংলায় এসআইআর (SIR)। কিন্তু জলপাইগুড়ির ধূপগুড়িতে ঘটেছে অদ্ভুত ঘটনা। সেখানে SIR এর ফর্ম দেওয়ার কাজ শুরু হয় অনেক দেরীতে। আর তার জন্য কাজ শুরু করতে দেরী হয় BLO-দের। সার্ভের জন্য প্রয়োজনীয় ফর্ম দেরীতে পেয়েছেন বলে দাবি করেন। সেই কারণে দেরীতে শুরু হয় ফর্ম দেওয়ার কাজ। নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে, সকাল থেকেই সার্ভে শুরু করতে হবে। তবে এগারোটা বেজে যাওয়ার পরও কাজ শুরু করে দেরী হয়।