ঝাড়গ্রাম: মঞ্চের সামনে তখন ঠাসা ভিড়। মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ার থেকে উঠে তিনি বক্তৃতা রাখতে উঠবেন! কিন্তু দেখা গেল, চেয়ার থেকে উঠে দাঁড়ানোর পরই হঠাৎ চেয়ারে বসে পড়লেন মমতা। দ্রুত কাছে চলে আসেন নিরাপত্তারক্ষীরা। তখনও বিষয়টা বোঝা যায়নি। পরে দেখা যায়, চেয়ারে বসে পায়ের থেকে চপ্পল খুলে হাতে নিয়ে নেন মমতা। কিন্তু তখনও বাকিদের কাছে বিষয়টা স্পষ্ট ছিল না। কিছুক্ষণের মধ্যে বোঝা যায় ঠিক হয়েছিলটা কী?
ঝাড়গ্রামের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপ্পল ছিঁড়ে গিয়ে বিপত্তি। সেফটিপিন দিয়ে চপ্পল ঠিক করতে গিয়ে আরেক বিপদ। নিজেই পা থেকে খুলে চপ্পলের ছেঁড়া জায়গা সেফটিপিন দিয়ে আটকাতে যান। তখনই সেফটিপিন ফুটে যায় তাঁর হাতে। যদিও বিষয়টিকে গুরুত্বই দিতে চাননি মুখ্য়মন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় যখন চপ্পল ঠিক করছিলেন, তখন ওই সময়ের ব্যবধানে মঞ্চে গান গাইলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এরপর বক্তৃতা রাখতে ওঠেন মমতা। ততক্ষণে তাঁর নিরাপত্তা রক্ষী তাঁর জন্য আরেকটি জুতোর ব্যবস্থা করেছেন। মমতা বললেন, “ছিঁড়েই তো গেল আমার জুতো। না আমি ওই জুতো পরে হাঁটতে পারব না। জুতোর যা আয়ু, তার থেকে বেশি হেঁটে ফেলেছে। “
ঝাড়গ্রাম: মঞ্চের সামনে তখন ঠাসা ভিড়। মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ার থেকে উঠে তিনি বক্তৃতা রাখতে উঠবেন! কিন্তু দেখা গেল, চেয়ার থেকে উঠে দাঁড়ানোর পরই হঠাৎ চেয়ারে বসে পড়লেন মমতা। দ্রুত কাছে চলে আসেন নিরাপত্তারক্ষীরা। তখনও বিষয়টা বোঝা যায়নি। পরে দেখা যায়, চেয়ারে বসে পায়ের থেকে চপ্পল খুলে হাতে নিয়ে নেন মমতা। কিন্তু তখনও বাকিদের কাছে বিষয়টা স্পষ্ট ছিল না। কিছুক্ষণের মধ্যে বোঝা যায় ঠিক হয়েছিলটা কী?
ঝাড়গ্রামের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপ্পল ছিঁড়ে গিয়ে বিপত্তি। সেফটিপিন দিয়ে চপ্পল ঠিক করতে গিয়ে আরেক বিপদ। নিজেই পা থেকে খুলে চপ্পলের ছেঁড়া জায়গা সেফটিপিন দিয়ে আটকাতে যান। তখনই সেফটিপিন ফুটে যায় তাঁর হাতে। যদিও বিষয়টিকে গুরুত্বই দিতে চাননি মুখ্য়মন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় যখন চপ্পল ঠিক করছিলেন, তখন ওই সময়ের ব্যবধানে মঞ্চে গান গাইলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এরপর বক্তৃতা রাখতে ওঠেন মমতা। ততক্ষণে তাঁর নিরাপত্তা রক্ষী তাঁর জন্য আরেকটি জুতোর ব্যবস্থা করেছেন। মমতা বললেন, “ছিঁড়েই তো গেল আমার জুতো। না আমি ওই জুতো পরে হাঁটতে পারব না। জুতোর যা আয়ু, তার থেকে বেশি হেঁটে ফেলেছে। “