নদিয়া: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দমকলের গাড়ির। পিছন থেকে ধাক্কা মারায় সামনে এগিয়ে গেল লরিটি। আর লরির চাকার তলায় পড়ে গুরুতর আহত হলেন ২ জন। গোটা দুর্ঘটনার ছবি সিসিটিভিতে ধরা পড়ল। বুধবার এই দুর্ঘটনা ঘটেছে নদিয়ার তেহট্ট থানার বেতাইয়ে। গুরুতর ২ আহত বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বেতাইয়ে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে একটি লরি দাঁড়িয়ে রয়েছে। সেইসময় পিছন দিক থেকে আসা দমকলের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারে। শুধু লরিটিকে নয়, আরও একটি গাড়ি ও অটোকেও ধাক্কা মারে। সেইসময় অন্যদিকে একটি বাইকে ২ জন বসেছিলেন। আরও কয়েকজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দমকলের গাড়িটি লরিকে ধাক্কা মারার পরই ছোটাছুটি শুরু করে যুবক। বাইক থেকেও ২ যুবক পড়ে যান। দেখা যায়, লরির ধাক্কায় একাধিক যুবক সামনে পড়ে যান। তার মধ্যে ২ জনকে বেশ কিছুটা টেনে নিয়ে যায় লরিটি। পাশে থাকা একটি অটোতেও ধাক্কা মারে লরিটি।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তড়িঘড়ি ২ আহত যুবককে তেহট্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের অবস্থার অবনতি হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
দমকলের গাড়িটি করিমপুরের দিক থেকে আসছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে থানায় নিয়ে গিয়েছে তেহট্ট থানার পুলিশ। দমকলের গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে। গাফিলতি পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
নদিয়া: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দমকলের গাড়ির। পিছন থেকে ধাক্কা মারায় সামনে এগিয়ে গেল লরিটি। আর লরির চাকার তলায় পড়ে গুরুতর আহত হলেন ২ জন। গোটা দুর্ঘটনার ছবি সিসিটিভিতে ধরা পড়ল। বুধবার এই দুর্ঘটনা ঘটেছে নদিয়ার তেহট্ট থানার বেতাইয়ে। গুরুতর ২ আহত বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বেতাইয়ে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে একটি লরি দাঁড়িয়ে রয়েছে। সেইসময় পিছন দিক থেকে আসা দমকলের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারে। শুধু লরিটিকে নয়, আরও একটি গাড়ি ও অটোকেও ধাক্কা মারে। সেইসময় অন্যদিকে একটি বাইকে ২ জন বসেছিলেন। আরও কয়েকজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দমকলের গাড়িটি লরিকে ধাক্কা মারার পরই ছোটাছুটি শুরু করে যুবক। বাইক থেকেও ২ যুবক পড়ে যান। দেখা যায়, লরির ধাক্কায় একাধিক যুবক সামনে পড়ে যান। তার মধ্যে ২ জনকে বেশ কিছুটা টেনে নিয়ে যায় লরিটি। পাশে থাকা একটি অটোতেও ধাক্কা মারে লরিটি।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তড়িঘড়ি ২ আহত যুবককে তেহট্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের অবস্থার অবনতি হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
দমকলের গাড়িটি করিমপুরের দিক থেকে আসছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে থানায় নিয়ে গিয়েছে তেহট্ট থানার পুলিশ। দমকলের গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে। গাফিলতি পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।