Belgharia: শিলিগুড়ির যুবতীর দেহ বেলঘরিয়ার ফ্ল্যাটে! দানা বাঁধছে রহস্য

Ananta Chattopadhyay | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 15, 2024 | 2:42 PM

Belgharia: বেলঘরিয়া যতীন দাস নগরে আবাসন থেকে যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মৌমিতা কয়েক বছর আগে কলকাতায় এসেছিলেন। এখানে এসেই যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর

Belgharia: শিলিগুড়ির যুবতীর দেহ বেলঘরিয়ার ফ্ল্যাটে! দানা বাঁধছে রহস্য
বেলঘরিয়া যুবতীর দেহ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: শিলিগুড়ির যুবতী। এক যুবকের সঙ্গে বেলঘরিয়ার আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। মকরসংক্রান্তির দিন ফ্ল্যাট থেকে উদ্ধার যুবতীর ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়া যতীনদাস এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মৌমিতা ঘোষ। আদৌ আত্মহত্যা, নাকি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলঘরিয়া যতীন দাস নগরে আবাসন থেকে যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মৌমিতা কয়েক বছর আগে কলকাতায় এসেছিলেন। এখানে এসেই যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। তারপর থেকে ওই যুবকের সঙ্গেই বেলঘরিয়ার আবাসনে থাকতে শুরু করেন।

পুলিশ জানতে পেরেছে,  রবিবারই বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিলেন যুবতী। সেখানে গন্ডগোল হয়। রাতে ফ্ল্যাটে নিজের ঘরেই শুয়ে পড়েন। সকালে দরজা না খোলায় ডাকাডাকি শুরু করেন যুবক। কিন্তু দরজা না খোলায় প্রতিবেশীদের ডাকেন। বিপদ আঁচ করতে পেরে প্রতিবেশীরাই থানায় খবর দেন।

এরপর বেলঘরিয়া থানার পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যুবতীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আপাতত যুবতীর প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Next Article