Bongaon News: মদ নিয়ে মারামারি! পঞ্চায়েত প্রধানের হাতে ‘নিগৃহীতা’ গর্ভবতী মহিলা
দোলের দিন মদে আসর বসতে ব্যাঘাত ঘটায় দোকানদারের উপর চড়াও হয় পঞ্চায়েত সদস্যরা
কেন খোলা হয়নি দোকান, বসার জায়গা কেন রাখা নেই বাইরে, এই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বনগাঁর বাগদা পঞ্চায়েত এলাকা। দোলের দিন মদে আসর বসতে ব্যাঘাত ঘটায় দোকানদারের উপর চড়াও হয় পঞ্চায়েত সদস্যরা। পরিস্থিতি এমন হয় যে, দোকানদারের গর্ভবতী স্ত্রীকে ইঁট অব্দি ছুঁড়ে মারে পঞ্চায়েত প্রধান সঞ্জীব সর্দার। ভাংচুর চালায় দোকানে। কী বলছে তাঁরা? দেখুন ভিডিয়ো