Kumarganj: উর্ধ্বাঙ্গে সুতোটুকু পর্যন্ত নেই, ক্লাস ফাইভের ছাত্রীকে দেখে চোখ নীচু পড়শিদের

Kumarganj: সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের জহরাপুকুর থেকে উদ্ধার হয় ১১ বছরের ওই নিখোঁজ নাবালিকার অর্ধনগ্ন দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার সহ বিশাল বাহিনী।

Kumarganj: উর্ধ্বাঙ্গে সুতোটুকু পর্যন্ত নেই, ক্লাস ফাইভের ছাত্রীকে দেখে চোখ নীচু পড়শিদের
নির্যাতিতার মাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 07, 2025 | 5:31 PM

কুমারগঞ্জ: তিন দিন নিখোঁজ থাকার পর পঞ্চম শ্রেণির এক ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হল পুকুর থেকে। দেহের উর্ধাঙ্গে কোনও জামা কাপড় নেই। মৃতার ছাত্রীর পরিবারের অভিযোগ, মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এনিয়ে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে সরব হয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেন নিখোঁজ অভিযোগের পরও ওই ছাত্রীকে উদ্ধার করতে পারল না পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রী।

সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের জহরাপুকুর থেকে উদ্ধার হয় ১১ বছরের ওই নিখোঁজ নাবালিকার অর্ধনগ্ন দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার সহ বিশাল বাহিনী। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।

পুলিস সূত্রে খবর, ওই নাবালিকা গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে শনিবার দিন কুমারগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। তিনদিন পর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। উদ্ধার হওয়া ওই নাবালিকার দেহে পচন ধরেছে। এদিন অর্ধনগ্ন দেহ উদ্ধার করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। পরিবারের অভিযোগ, শুক্রবার ওই নাবালিকা নিখোঁজ হয়ে গিয়েছিল। তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। সোমবার দেহ উদ্ধার হতেই শোরগোল পরেছে কুমারগঞ্জে। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি জানাজানি হতেই এলাকায় উৎসুক জনতা ভিড় করে। অন্যদিকে এবিষয়ে কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।