
কলকাতা: SIR, বাংলার বুকে এটাই এখন সবচেয়ে চর্চিত বিষয়। ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা কী, কেন হয়, তা বাংলা ও বাঙালি জানে বললেই চলে। কিন্তু এই এসআইআর হলে, সাধারণের কী কী বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, সেটা কী জানেন। ১২টি নথি লাগবে, কিন্তু কখন কোনটা দেখাতে হবে? কিংবা BLO এলে ওই সময় বাড়িতে কেউ না থাকলে, আপনার নথি কি অন্য কেউ দেখাতে পারবে? সাধারণের হয়ে টিভি৯ বাংলার তরফে এই প্রতিটি প্রশ্নই করা হয়েছিল বিশেষজ্ঞদের, তাঁদের উত্তরই নিয়ে আসা হল এক ছাতার তলায়। আপনার প্রশ্ন, আমাদের উত্তর প্রশ্ন: আমার বাড়িতে বিএলও এলে কী করতে হবে? ...