Kartik Maharaj : ‘দিদির আশীর্বাদ’, কী দেখে কার্তিককে দেওয়া হল পদ্মশ্রী?

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Jan 26, 2025 | 6:34 PM

রাজ্য কেন্দ্রর আশীর্বাদে পদ্মশ্রীপ্রাপ্তি ঘটছে কার্তিক মহারাজের।

পদ্মশ্রী পুরস্কারের তালিকায় কার্তিক মহারাজের নাম দেখার পর থেকেই বঙ্গ রাজনীতির অন্দরে চাপানউতোর অব্যাহত। কার্তিকের বিজেপি ঘনিষ্ঠতাই কি পদ্মপ্রাপ্তির আসল কারণ? উত্তরটা দিয়েই দিলেন মহারাজ। বললেন, বিগত বছরে তাঁর সমাজসেবামূলক কাজ নজরে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের। তিনি আর‌ও বলেন, “দিদি আমাকে আশীর্বাদ করেছেন, আমার নাম ব্যাপকভাবে প্রচার করেছেন।” আর কি বললেন তিনি? দেখুন ভিডিয়ো