Viral ভিডিয়ো: মহিলাকে ‘সোহাগ’ করছিল বয়ফ্রেন্ড! উচিত শিক্ষা দিল গার্লফ্রেন্ড গোরিলা…

Trending News: রাগ-অভিমান-ভালোবাসা একসঙ্গে যেন সবই আছে। ঠিক যেন 'ঘর...ঘর...কি কাহানি'-র মতোই রোমাঞ্চকর। যেখানে এক গোরিলার কাণ্ড অবাক করার মতোই।

Viral ভিডিয়ো: মহিলাকে সোহাগ করছিল বয়ফ্রেন্ড! উচিত শিক্ষা দিল গার্লফ্রেন্ড গোরিলা...
Image Credit source: CANVA

Jul 14, 2025 | 11:59 PM

রাগ কি শুধু মানুষেরই হয়? অভিমানও তাই। শুধু মানুষেরই আবেগ রয়েছে তা নয়। মানুষের মতো অন্যান্য প্রাণীরা বলতে না পারলেও অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দেন। তেমনই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যেখানে রাগ-অভিমান-ভালোবাসা একসঙ্গে যেন সবই আছে। ঠিক যেন ‘ঘর…ঘর…কি কাহানি’-র মতোই রোমাঞ্চকর। যেখানে এক গোরিলার কাণ্ড অবাক করার মতোই।

পশু-পাখি অনেকেই ভালোবাসেন। কিন্তু ভয়ঙ্কর জন্তুদের সামনে যাওয়া মানে মৃত্যুর মুখে পড়া। বন্দী বাঘ কিংবা সিংহ দেখতে ভালো লাগলেও, জঙ্গলে খোলা অবস্থায় তারা থাকলে পিলে চমকে যাবে। এই ভিডিয়োতে অবশ্য রয়েছে গোরিলা। মানুষের সঙ্গে কিছুটা হলেও মিশে যেতে পারে। অতীতেও গোরিলা এবং মানুষের নানা ভিডিয়ো ভাইরাল হয়েছে। তা খবরেও এসেছে। কখনও বা শিশুকে বাঁচানোর ভিডিয়ো আবার কখনও পর্যটকদের সঙ্গে খুনসুঁটি। কিন্তু এ বারের বিষয় পুরোপুরি আলাদা। ঠিক কী ঘটেছে?

এক্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট @rose_k01 থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। একটি গোরিলার সামনে এক মহিলা। সেই পুরুষ গোরিলাটি মহিলার চুল ধরে ‘সোহাগ’ করছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির এক নারী গোরিলা। বিষয়টি চাক্ষুষ করে। হজম করতে কষ্ট হয়েছিল। তারপরই দেখা যায়, পুরুষ গোরিলার চুলের মুঠি ধরে তাকে মারতে শুরু করে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।