মালদার কারখানা বিস্ফোরণে NIA তদন্ত চাইছে বিজেপি, ‘বোমা তৈরি হচ্ছিল’ টুইটে প্রশাসনকে খোঁচা রাজ্যপালের

TV9 বাংলা ডিজিটাল: মালদা বিস্ফোরণে এবার এনআইএ (NIA) তদন্তের দাবি জানাল বিজেপি (BJP)। বঙ্গ বিজেপি নেতৃত্বের অভিযোগ, কারখানায় আসলে বোমা বাঁধা চলছিল আর তা ফেটেই বিস্ফোরণ। কিন্তু রাজ্য সরকার তা ধামাচাপা দিতে চাইছে। যদিও শাসকদলের দাবি, নির্বাচনের আগে এই বিস্ফোরণকে ইস্যু করে আসলে রাজনীতি করছে চাইছে বিজেপি। মালদার প্লাস্টিক কারখানার বিস্ফোরণ (Malda Blast) নিয়ে এখন […]

মালদার কারখানা বিস্ফোরণে NIA তদন্ত চাইছে বিজেপি, 'বোমা তৈরি হচ্ছিল' টুইটে প্রশাসনকে খোঁচা রাজ্যপালের
মালদার কারখানা বিস্ফোরণে NIA তদন্ত চাইছে বিজেপি, 'বোমা তৈরি হচ্ছিল' টুইটে প্রশাসনকে খোঁচা রাজ্যপালের
Follow Us:
| Updated on: Nov 20, 2020 | 10:42 AM

TV9 বাংলা ডিজিটাল: মালদা বিস্ফোরণে এবার এনআইএ (NIA) তদন্তের দাবি জানাল বিজেপি (BJP)। বঙ্গ বিজেপি নেতৃত্বের অভিযোগ, কারখানায় আসলে বোমা বাঁধা চলছিল আর তা ফেটেই বিস্ফোরণ। কিন্তু রাজ্য সরকার তা ধামাচাপা দিতে চাইছে। যদিও শাসকদলের দাবি, নির্বাচনের আগে এই বিস্ফোরণকে ইস্যু করে আসলে রাজনীতি করছে চাইছে বিজেপি। মালদার প্লাস্টিক কারখানার বিস্ফোরণ (Malda Blast) নিয়ে এখন শাসক-বিরোধী তরজা তুঙ্গে।

মমতা প্রশাসন ও তার পুলিসকে সর্বদা কাঠগড়ায় দাঁড় করানো রাজ্যপাল জগদীপ ধনখড়ও এই ইস্যুতে মুখ্যমন্ত্রী খোঁচা দিতে ছাড়েননি। মালদার বিস্ফোরণ নিয়ে সুর চড়িয়েছেন তিনিও। তাঁরও অভিযোগ, কারখানায় বোমা বাঁধা চলছিল (Illegal Bomb Making)। রাজ্য পুলিস সঠিক পথে তদন্ত করছে না। রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে আরও একবার প্রশ্ন তোলেন রাজ্যপাল।

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মালদার সুজাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই প্লাস্টিক কারখানাটিতে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। আহত হয়েছন আরও বারো জন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। কী ভাবে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তের পর পুলিস মনে করছে, কারখানায় প্লাস্টিক গলানোর মেশিন ফেটেই বিস্ফোরণ। মেশিনটি অত্যাধিক গরম হয়ে যাওয়াতেই বিস্ফোরণ হয়।

              আরও পড়ুন: মালদায় প্লাস্টিক কারখানা বিস্ফোরণে মৃত ৫, ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। বিস্ফোরণের পরই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে একটি প্রশাসনিক বৈঠক বসে। বিস্ফোরণের নেপথ্যে আরও অন্য কোনও কারণ আছে কিনা, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।