Bangladesh: এবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব ভারতের বিদেশ মন্ত্রকের
Bangladesh: গুলিতে ওসমান হাদির মৃত্যু ও তার পাল্টা দীপু দাস খুনের এখন জ্বলছে বাংলাদেশ। হিন্দু যুবককে মারধর করে জীবন্ত পুড়িয়ে মেরেছে মৌলবাদীরা। ভয়ঙ্কর অভিযোগ। এর প্রতিবাদে সরব হয়েছেন এপার বাংলার অনেকেই। এই পরিস্থিতিতে ভারতে তাদের হাইকমিশন ও ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতীয় হাইকমিশনার ডেকে পাঠাল বাংলাদেশের বিদেশ মন্ত্রক।

নয়া দিল্লি: বাংলাদেশের পাল্টা এবার ভারতের বিদেশ মন্ত্রক তলব করল বাংলাদেশের হাইকমিশনারকে। বাংলাদেশের মাটিতে ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হল রিয়াজ হামিদুল্লাহকে। সাত দিনের মধ্যে দু’বার বাংলাদেশ হাইকমিশনারকে সাউথ ব্লকে তলব বেনজির ঘটনা।
গুলিতে ওসমান হাদির মৃত্যু ও তার পাল্টা দীপু দাস খুনের এখন জ্বলছে বাংলাদেশ। হিন্দু যুবককে মারধর করে জীবন্ত পুড়িয়ে মেরেছে মৌলবাদীরা। ভয়ঙ্কর অভিযোগ। এর প্রতিবাদে সরব হয়েছেন এপার বাংলার অনেকেই। এই পরিস্থিতিতে ভারতে তাদের হাইকমিশন ও ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতীয় হাইকমিশনার ডেকে পাঠাল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। মঙ্গলবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ। বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলম সিয়াম মঙ্গলবার সকাল ১০টায় তাঁকে তলব করেন। সোমবারই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তলব করা হল ভারতের রাষ্ট্রদূতকে।
নয়াদিল্লি ও কলকাতা বাংলাদেশের হাইকমিশন ও ডেপুটি হাইকমিশনে কর্মরত আধিকারিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনূস প্রশাসন। কূটনৈতিক মহল বলছে, বাংলাদেশের হাইকমিশনের কর্মীরা ভারতে সুরক্ষিত রয়েছেন। কিন্তু, ইউনূস প্রশাসন নিজের দেশে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে কোনও পদক্ষেপ করছে না।
