Gold Price Today: কলকাতায় হঠাৎ সস্তা হল সোনা, সুযোগ থাকতে থাকতেই কিনে নিন…

Gold-Silver Rate in Kolkata: জানুয়ারির গোড়া থেকে লাগাতার ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। পাল্লা দিয়ে বাড়ছিল রুপোর দামও। তবে বিয়ের মরশুম আসতেই সেই সোনার দামে একটু রাশ টানল।

Gold Price Today: কলকাতায় হঠাৎ সস্তা হল সোনা, সুযোগ থাকতে থাকতেই কিনে নিন...
সোনা-রুপোর দাম কমল আজ।Image Credit source: PTI

|

Jan 22, 2025 | 9:54 AM

কলকাতা: বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর মরশুম শুরু হতেই সস্তা হতে শুরু করেছে সোনা। জানুয়ারির গোড়া থেকে লাগাতার ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। পাল্লা দিয়ে বাড়ছিল রুপোর দামও। তবে বিয়ের মরশুম আসতেই সেই সোনার দামে একটু রাশ টানল। আপনার যদি সামনেই বিয়ে বা কোনও অনুষ্ঠান থাকে এবং সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের সোনা-রুপোর দর কত রয়েছে জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৪৪৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪ হাজার ৪৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৪৪ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ১২২ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৮১ হাজার ২২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৮ লক্ষ ১২ হাজার ২০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ১২২ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮১ হাজার ২২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৮ লক্ষ ১২ হাজার ২০০ টাকা। একদিনে ১০০ টাকা সস্তা হয়েছে সোনা।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোও সস্তা হয়েছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৬৪০ টাকা। ১ কেজি রুপোর দাম ৯৬ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।