Gold Price Today: মাঝ সপ্তাহে হঠাৎ পড়ল সোনার দাম, এই সুযোগ মিস করলে ‘লস’ নিজের!

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 21, 2024 | 8:59 AM

Gold-Silver rate in Kolkata: কখনও ১০০, কখনও ১০০০ টাকা, প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সোনার দাম। তবে মাসের শেষভাগে এসে হঠাৎ কমল সোনার দাম। আজ, বুধবার একধাক্কায় বেশ কিছুটা কমল সোনার দাম। একইসঙ্গে কমেছে রুপোর দামও।

Gold Price Today: মাঝ সপ্তাহে হঠাৎ পড়ল সোনার দাম, এই সুযোগ মিস করলে লস নিজের!
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: ভ্যালেন্টাইন্স ডে পার করার পর থেকেই বাড়ছিল সোনার দাম। কখনও ১০০, কখনও ১০০০ টাকা, প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সোনার দাম। তবে মাসের শেষভাগে এসে হঠাৎ কমল সোনার দাম। আজ, বুধবার একধাক্কায় বেশ কিছুটা কমল সোনার দাম। একইসঙ্গে কমেছে রুপোর দামও। যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে আজ সোনা-রুপোর দর কত, জেনে নিন-

২২ ক্য়ারেটের সোনার দাম-

আজ, ২১ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৩৪০ টাকা। গতকালের থেকে ১০ টাকা কমেছে দাম। ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭৩ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা কমেছে সোনার দাম।

২৪ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬২ হাজার ৫৫০ টাকা, যা গতকালের তুলনায় ১০ টাকা কম।

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনাও আজ সস্তা হয়েছে। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৯১০ টাকা।

১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৬৯ হাজার ১০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।

রুপোর দাম-

সোনার মতোই দাম কমেছে রুপোরও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭৫৪০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৭৫ হাজার ৪০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।

Next Article