
কলকাতা: বিয়ের মরশুমে ধামাকা অফার। হু হু করে কমল সোনার দাম। একধাক্কায় প্রায় ১০ হাজার টাকার কাছাকাছি কমে গেল সোনার দাম (Gold Price)। সোনার যে হারে দাম বেড়েছে, তাতে আজই সবথেকে সস্তায় সোনা পাওয়া যাবে। বিয়ের মরশুমে যারা নিজেদের জন্য বা উপহারে সোনার কিছু দিতে চান, তাহলে আজই সুবর্ণ সুযোগ। সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও। আজ সোনা-রুপোর দাম কত পড়বে, জেনে নিন-
আজ, ৫ নভেম্বর ২৪ ক্যারেটের সোনার দাম প্রায় ১০ হাজার টাকা কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ হাজার ১৪৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২১ হাজার ৪৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ১৪ হাজার ৮০০ টাকা। একদিনে ৯৮০০ টাকা দাম কমেছে।
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ১৩৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১১ হাজার ৩৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ১৩ হাজার ৫০০ টাকা। একদিনে ৯০০০ টাকা দাম কমেছে সোনার।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দামও কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ১১১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯১ হাজার ১১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ১১ হাজার ১০০ টাকা। একদিনে ৭৩০০ টাকা দাম কমেছে সোনার।
সোনার দাম যেমন কমেছে, তেমনই রুপোর দামও সামান্য কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৫ হাজার ৫০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৫০০ টাকা। একদিনে ৫০০ টাকা দাম কমেছে।