Home Insurance: এক কাপ চায়ের দামেই করাতে পারেন বাড়ির বিমা! কীভাবে জানুন....
প্রতীকী চিত্র

Home Insurance: এক কাপ চায়ের দামেই করাতে পারেন বাড়ির বিমা! কীভাবে জানুন….

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 26, 2022 | 2:43 PM

Home Insurance: সাধারণত এই ধরনের বিমা দীর্ঘমেয়াদি হয়ে থাকে, অর্থাৎ একবার প্রিমিয়াম দিলেই ১০ থেকে ১২ বছরের জন্য সুরক্ষা পাওয়া যায়। ফলে এই বিমার প্রিমিয়াম দিতে খুব কম খরচই হয়।

কর্মসূত্রে প্রায় রোজদিনই আমরা বাড়ির বাইরে চা খাই। কিন্তু আপনি কি জানেন, এক চাপ চায়ের দামে বাড়ির বিমা করাতে পারেন? প্রাকৃতিক বিপর্যয় থেকে বাড়ি বা ফ্ল্যাটকে রক্ষা করতে বিমা প্রয়োজন। বিভিন্ন ব্যাঙ্কেই কমখরচে এই বিমা করানোর সুযোগ থাকে। সাধারণত এই ধরনের বিমা দীর্ঘমেয়াদি হয়ে থাকে, অর্থাৎ একবার প্রিমিয়াম দিলেই ১০ থেকে ১২ বছরের জন্য সুরক্ষা পাওয়া যায়। ফলে এই বিমার প্রিমিয়াম দিতে খুব কম খরচই হয়। এই ধরনের বিমা তিনধরনের হয়- ১. বাড়ি বা দোকানের জন্য। ২. বাড়ি বা দোকানের ভিতরের সামগ্রীর জন্য। ৩. বাড়ি বা দোকানের বাইরের অংশ ও ভিতরের সমস্ত সামগ্রীর জন্য। ধরা যাক, কোনও বাড়ির মূল্য ৩০ লক্ষ টাকা। সেই বাড়িটির জন্য ১০ বছরের বিমা করাতে হলে, ২০ হাজার টাকা খরচ হতে পারে। অর্থাৎ বছর প্রতি খরচ হতে চলেছে ২ হাজার টাকার কম। দিন প্রতি হিসাব করলে খরচ দাঁড়াচ্ছে সাড়ে পাঁচ টাকা, যা এক কাপ চায়ের দাম। তাই এক কাপ চায়ের দামে আজই বাড়ির বিমা করে নিন।