Gold Price Today: ধনতেরাসের আগেই ধামাকা অফার! রবিবারের মাটন ছেড়ে আগে সোনা কিনুন

Gold-Silver Rate: বর্তমানে যা সোনার দাম, তাতে মাথায় হাত অনেকের। রুপোর দামও হু হু করে বেড়েই চলেছে। এই অবস্থায় ধনতেরাসে গহনা কেনার আশা অনেকেই ছেড়ে দিয়েছিলেন। তবে ধনতেরাসের আগে শেষ রবিবারেই মিলল সুখবর।

Gold Price Today: ধনতেরাসের আগেই ধামাকা অফার! রবিবারের মাটন ছেড়ে আগে সোনা কিনুন
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI

|

Oct 27, 2024 | 9:18 AM

কলকাতা: আর দুদিন বাদেই ধনতেরাস। গৃহস্থরা অনেকেই বাড়িতে সুখ-সম্মৃদ্ধি আনার জন্য এই দিনে সোনা বা রুপোর গহনা কেনেন। কিন্তু বর্তমানে যা সোনার দাম, তাতে মাথায় হাত অনেকের। রুপোর দামও হু হু করে বেড়েই চলেছে। এই অবস্থায় ধনতেরাসে গহনা কেনার আশা অনেকেই ছেড়ে দিয়েছিলেন। তবে ধনতেরাসের আগে শেষ রবিবারেই মিলল সুখবর। কিছুটা হলেও নাগালের মধ্যে এল সোনা-রুপোর দাম। আজ সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩৬০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ৬০০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ৩৬ হাজার টাকা।

২৪ ক্যারেটের সোনার দাম-

আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ২৯ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৮০ হাজার ২৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ২ হাজার ৯০০ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ২২ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬০ হাজার ২২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ২ হাজার ২০০ টাকা রয়েছে।

রুপোর দাম-

আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯৮০০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯৮ হাজার টাকা।