
এপ্রিল মাসে বোম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হয়েছিল আরআরপি সেমিকন্ডাক্টর নামের একটি সংস্থা। নথিভুক্তির সময় শেয়ারের দাম ছিল মাত্র ১৫ টাকা। এ ছাড়াও মাত্র ১৯৬টি শেয়ারই মাত্র লিস্ট হয় স্টক মার্কেটে। কিন্তু ব্যাপারটা তারপরই গোলমাল করতে শুরু করে। এই শেয়ারের দাম তারপরই বাড়তে থাকে ধীরে ধীরে। ১৫ টাকা থেকে শুরু করে শেয়ারের দাম পৌঁছে গিয়েছে প্রায় ৯ হাজার টাকায়।
২০২৪ সালের ২ এপ্রিল এই স্টকের দাম ছিল মাত্র ১৫ টাকা। আর তারপর মাত্র ১৮ মাসে শেয়ারের দামে এই ৬০০ গুণ বৃদ্ধি একই সঙ্গে বিনিয়োগকারী, বাজার বিশ্লেষক ও স্টক এক্সচেঞ্জের দৃষ্টি আকর্ষণ করে। সম্প্রতি এই সংস্থাকে নিয়ে একটি খবর বেশ ভাইরাল হয়। এই সংস্থায় নাকি সচিন তেন্ডুলকরের শেয়ার রয়েছে। যদিও এই খবর একেবারেই ভুল, বিবৃতি দিয়ে জানিয়েছে সংস্থাটি।
এই সংস্থার শেয়ারের এই অবিশ্বাস্য বৃদ্ধির পরই বোম্বে স্টক এক্সচেঞ্জ স্বতঃপ্রণোদিত হয়ে একটি তদন্ত শুরু করেছে। এই স্টকের এমন চড়চড়িয়ে দাম বৃদ্ধির কারণ কী? এই সংস্থা কি শেয়ার বাজারে ম্যানিপুলেশন করেছে? নাকি কোনও ধরণের জালিয়াতি চলছে, সেটাই খতিয়ে দেখতে চাইছে স্টক এক্সচেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, এই সংস্থাটির ভিত্তি একেবারেই শক্তপোক্ত নয়। এ ছাড়াও তাঁরা বিনিয়োগকারীদের দ্রুত রিটার্নের জন্য এই ধরনের শেয়ারে বিনিয়োগ না করার পরামর্শ দিচ্ছেন।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।