বাঁকুড়া লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল

প্রার্থীদের নাম মোট ভোট পার্টি सফল
Arup Chakraborty 641813 TMC Won
Subhas Sarkar 609035 BJP Lost
Nilanjan Dasgupta 105359 CPM Lost
Surajit Singh Kurmali 18569 IND Lost
Gopal Murmu 9101 APOI Lost
Dipa Bouri 8796 BSP Lost
Marshal Tudu 6717 IND Lost
Tara Shankar Gope 5529 SUCI Lost
Sandip Kumar Dey 4622 IND Lost
Jiban Chakraborty 3506 IND Lost
Samar Kumar Biswas 3541 KMSP Lost
Kartik Chandra Bauri 2796 IND Lost
Gour Chandra Hembram 2081 IND Lost
বাঁকুড়া লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল

বাঁকুড়া লোকসভা কেন্দ্র। বঙ্গ রাজনীতিতে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোকসভা আসন। বর্তমানে এই আসনটি রয়েছে বিজেপির দখলে। এখানকার বিদায়ি সাংসদ বিজেপি নেতা সুভাষ সরকার। তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রীও বটে। বর্তমানে মোদী সরকারের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সুভাষ সরকার। তাঁর কাজের দক্ষতায় এবং বাঁকুড়ার উন্নয়নে তাঁর ভূমিকার কথা মাথায় রেখে আসন্ন লোকসভা নির্বাচনে ফের একবার বাঁকুড়া থেকে সুভাষ সরকারকেই প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে বাঁকুড়া থেকে তৃণমূল প্রার্থী করেছে অরূপ চক্রবর্তীকে। এবারের নির্বাচনী লড়াই মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে হলেও বাম-কংগ্রেসের দিকেও নজর থাকবে।

বিধানসভা ভিত্তিক শক্তি কার কেমন

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে মোট সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। বাঁকুড়া, রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রায়পুর ও তালডাংরা। একুশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার এই সাত বিধানসভা আসনে এক মিশ্র প্রভাব দেখা গিয়েছিল। বাঁকুড়া, রঘুনাথপুর, শালতোড়া ও ছাতনা - এই চারটি বিধানসভা কেন্দ্র গিয়েছিল বিজেপির দখলে। বাকি রানিবাঁধ, রায়পুর ও তালডাংরা নিজেদের দখলে রাখতে পেরেছিল তৃণমূল। একুশের নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত চারটি বিধানসভায় বিজেপির এই সাফল্যের নেপথ্য কারিগর হিসেবে অবশ্যই ছিলেন এলাকার বিজেপি সাংসদ তথা মন্ত্রী সুভাষ সরকার। উনিশের লোকসভা নির্বাচনে তিনি যে গেরুয়া ধ্বজা উড়িয়েছিলেন বাঁকুড়ায়, তারই প্রতিফলন দেখা গিয়েছে বিধানসভা ভোটেও।

প্রয়াত বাম নেতা বাসুদেব আচারিয়াই ছিলেন এককালে শেষ কথা

তবে বাম জমানায় এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র ছিল সিপিএমের দুর্ভেদ্য দুর্গ। ১৯৮০ সালে এখান থেকে জয়ী হয়েছিলেন বাম নেতা বাসুদেব আচারিয়া। এরপর থেকে বার বার তাঁকেই জিতিয়ে এসেছে বাঁকুড়া। বাঁকুড়া থেকে ৯ বারের সাংসদ তিনি। এমনকী ২০০৯ সালে যখন বাম-বিরোধী হাওয়া গোটা বাংলায়, সেই সময়েও বাঁকুড়ার দুর্গ টিকিয়ে রেখেছিলেন বাসুদেব আচারিয়া। তবে ২০১৪ সালের লোকসভা ভোটে থমকে যায় তাঁর বিজয় রথ। তৃণমূলের কাছে ভোট যুদ্ধে পরাস্ত হন তিনি। গত বছরেই প্রয়াত হয়েছেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা। এদিকে ২০১৪ সালে তৃণমূল প্রথমবারের মতো বাঁকুড়া থেকে জয় পেলেও, সেই আনন্দ বেশিদিন টেকেনি। একটি টার্ম পূরণ হতে না হতেই, ২০১৯ সালে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের কাছে পরাস্ত হয়েছিলেন তৃণমূলের অভিজ্ঞ-দুঁদে রাজনীতিক তথা রাজ্যের প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

প্রতিষ্ঠান-বিরোধিতার হাওয়ার মাঝেও বাঁকুড়ার দুর্গ ধরে রেখেছিল বামেরা

২০০৯ সালের লোকসভা ভোটে সিপিএম থেকে প্রার্থী হয়েছিলেন বাঁকুড়ার তৎকালীন সাংসদ বাসুদের আচারিয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী সুব্রত মুখোপাধ্যায়কে পরাস্ত করে সেই বারও সাংসদ হয় বাসুদেববাবু। তিনি পেয়েছিলেন  ৪ লাখ ৬৯ হাজার ভোট। কংগ্রেসের সুব্রত মুখোপাধ্যায় পেয়েছিলেন ৩ লাখ ৬২ হাজার ভোট। বিজেপি থেকে প্রার্থী করা হয়েছিল রাহুল সিনহাকে। তিনি পেয়েছিলেন প্রায় ৪৩ হাজারের কাছাকাছি ভোট। গোটা রাজ্যে যখন প্রতিষ্ঠান-বিরোধিতার হাওয়া, সেই সময়েও নিজের বাঁকুড়ার দুর্গ টিকিয়ে রেখেছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া।

২০১৪ সালে মুনমুন সেনের হাত ধরে তৃণমূলের দখলে বাঁকুড়া

তবে ২০১৪ সালের লোকসভা ভোটে আর বাম দুর্গ টিকিয়ে রাখতে পারলেন না তিনি। এবার ৯ বারের বাকুঁড়ার সাংসদ বাসুদেব আচারিয়াকে পরাস্ত করতে তৃণমূল নিয়ে এসেছিল তারকা প্রার্থী মুনমুন সেনকে। গ্রাম বাংলার মন জয় করতে বেশি বেগ পেতে হয়নি মুনমুনকে। মুনমুনের জনপ্রিয়তায় ভর করে প্রথমবার বাঁকুড়া নিজেদের দখলে আনে তৃণমূল। মুনমুন সেন পেয়েছিলেন ৪ লাখ ৮৩ হাজার ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বামেদের বাসুদেব আচারিয়া পেয়েছিলেন ৩ লাখ ৮৪ হাজার ভোট। তাৎপর্যপূর্ণভাবে এবার বাঁকুড়া থেকে বিজেপির শক্তি অনেকটা বাড়িয়েছিলেন পদ্ম প্রার্থী সুভাষ সরকার। ভোট শতাংশ এক লাফে প্রায় ১৬ শতাংশ বেড়েছিল বিজেপির। সুভাষ সরকার পেয়েছিলেন ২ লাখ ৫১ হাজার ভোট। আর কংগ্রেসের নীলমাধব গুপ্ত পেয়েছিলেন প্রায় ২২ হাজার ভোট।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপির কবজায় বাঁকুড়া

মুনমুন সেনের হাত ধরে যে সাফল্য তৃণমূলের এসেছিল, তা বেশিদিন টেকেনি। ২০১৯ সালেই খেলা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল বিজেপি। এবারও ফের একবার সুভাষ সরকারের উপরেই ভরসা রাখে বিজেপি। আর তৃণমূলও সুভাষ সরকারের বিরুদ্ধে আর কোনও তারকা প্রার্থী নয়, একেবারে দুদে পোড় খাওয়া রাজনীতিককে দাঁড় করিয়েছিল। দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী করেছিল বাঁকুড়া থেকে। সুব্রতবাবু তখন রাজ্যের মন্ত্রী। হেভিওয়েট নেতা। হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল বাঁকুড়ায়। শেষে সুব্রতবাবুকে নির্বাচনে পরাস্ত করে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দখল নেয় বিজেপি। রেকর্ড ভোট পান বিজেপির সুভাষ সরকার। তিনি পেয়েছিলেন ৬ লাখ ৭৫ হাজার ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুব্রত মুখোপাধ্যায় পেয়েছিলেন ৫ লাখের কিছু বেশি ভোট। বামেদের তরফে এবার প্রার্থী করা হয়েছিল অমিয় পাত্রকে। তিনি পেয়েছিলেন এক লাখের কিছু বেশি ভোট। আর কংগ্রেসের দীপক কুমার সাঁতরা পেয়েছিলেন ২০ হাজারের কিছু বেশি ভোট।

হারানো জমি পুনরুদ্ধার করতে পারবে তৃণমূল?

তৃণমূলের থেকে বাঁকুড়া লোকসভা কেন্দ্র কার্যত ছিনিয়ে নিয়ে গেরুয়া আবির উড়িয়েছিল বিজেপি। এবার সামনে আরও একটা লোকসভা নির্বাচন। এবারও বিজেপির ভরসা সেই সুভাষ সরকারের উপরেই। অন্যদিকে তৃণমূল প্রার্থী করেছে অরূপ চক্রবর্তীকে। নিজেদের হারানো জমি কি পুনরুদ্ধার করতে পারবে তৃণমূল? নাকি এবারও কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রার্থী সুভাষ সরকারের হাত ধরে খেলা দেখাবে বিজেপি? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

বাঁকুড়া লোকসভা কেন্দ্র ভোটের ফলাফল
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Dr Subhas Sarkar বিজেপি Won 6,75,319 49.23
Subrata Mukherjee তৃণমূল কংগ্রেস Lost 5,00,986 36.52
Amiya Patra CPM Lost 1,00,282 7.31
Milan Mandi আইএনডি Lost 14,942 1.09
Bibhuti Sardar আইএনডি Lost 12,372 0.90
Animesh Mal BNARP Lost 9,123 0.67
Subhash Sarkar এসএস Lost 9,072 0.66
Mahadeb Bauri বিএসপি Lost 6,707 0.49
Abdul Rahim Mallik আইএনডি Lost 5,819 0.42
Dr Tanmay Mandal এস ইউ সি আই সি Lost 5,679 0.41
Shyamal Kumar Palit আইএনডি Lost 5,034 0.37
Prabir Banerjee জেএপি Lost 4,164 0.30
Ananda Kumar Saren আরজেজেএসপি Lost 3,228 0.24
Sukchand Saren সিপিআই এমএল আর Lost 2,889 0.21
Gour Chandra (akhan) Hembram জেকেপিপি Lost 2,220 0.16
Nota NOTA Lost 14,019 1.02
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Basudeb Acharya সিপিআইএমএল Won 4,69,223 47.66
Subrata Mukherjee কংগ্রেস Lost 3,61,421 36.71
Rahul (Biswajit) Sinha বিজেপি Lost 42,660 4.33
Lakshmi Sarkar আইএনডি Lost 27,469 2.79
Prabir Banerjee আইএনডি Lost 22,645 2.30
Paresh Marandi জেএমএম Lost 19,440 1.97
Aswini Duley জেকেপিএন Lost 13,132 1.33
Ganesh Ray বিএসপি Lost 11,083 1.13
Sudhir Kumar Murmu সিপিআইএমএল Lost 8,007 0.81
Byasdeb Chakrabortty জেডিইউ Lost 5,554 0.56
Tapan Kumar Pathak আরডিএমপি Lost 3,970 0.40
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Moon Moon Sen তৃণমূল কংগ্রেস Won 4,83,455 39.10
Basudeb Achariya সিপিআইএমএল Lost 3,84,949 31.14
Subhas Kumar Sarkar বিজেপি Lost 2,51,183 20.32
Nilmadhab Gupta কংগ্রেস Lost 22,021 1.78
Paresh Marandi জেএমএম Lost 10,229 0.83
Kabita Singhababu এস ইউ সি আই সি Lost 9,125 0.74
Shyamal Sikdar আইএনডি Lost 9,045 0.73
Sudhir Kumar Murmu সিপিআইএমএল Lost 7,579 0.61
Hulu Khetrapal বিএমইউপি Lost 7,564 0.61
Binoy Chowdhury বিএসপি Lost 7,388 0.60
Banerjee Prabir জেএপি Lost 6,209 0.50
Panmani Besra জেডিপি Lost 5,909 0.48
Gour Chandra Hembram আইএনডি Lost 4,876 0.39
Shib Sankar Ghosh জেভিএম Lost 3,105 0.25
Nota NOTA Lost 23,682 1.92
বাঁকুড়া লোকসভা আসনের ইতিবৃত্ত
রাজ্যWest Bengal লোকসভা আসনBankura মনোনয়ন জমা11 মনোনয়ন বাতিল0 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ9 মোট প্রার্থী11
পুরুষ ভোটার6,60,546 মহিলা ভোটার6,08,017 অন্যান্য ভোটার- মোট ভোটার12,68,563 ভোটের তারিখ30/04/2009 ভোট গণনার তারিখ16/05/2009
রাজ্যWest Bengal লোকসভা আসনBankura মনোনয়ন জমা15 মনোনয়ন বাতিল0 মনোনয়ন প্রত্যাহার1 জামানত জব্দ11 মোট প্রার্থী14
পুরুষ ভোটার7,75,893 মহিলা ভোটার7,27,919 অন্যান্য ভোটার0 মোট ভোটার15,03,812 ভোটের তারিখ07/05/2014 ভোট গণনার তারিখ16/05/2014
রাজ্যWest Bengal লোকসভা আসনBankura মনোনয়ন জমা20 মনোনয়ন বাতিল4 মনোনয়ন প্রত্যাহার1 জামানত জব্দ13 মোট প্রার্থী15
পুরুষ ভোটার8,41,439 মহিলা ভোটার8,07,458 অন্যান্য ভোটার9 মোট ভোটার16,48,906 ভোটের তারিখ12/05/2019 ভোট গণনার তারিখ23/05/2019
লোকসভা আসনBankura মোট জনসংখ্যা21,28,733 শহুরে জনসংখ্যা (%) 11 গ্রামীণ জনসংখ্যা (%)89 তফসিলি জাতির জনসংখ্যা (%)29 তফসিলি জনজাতি (%)17 জেনারেল/ ওবিসি জনসংখ্যা (%)54
হিন্দু (%)80-85 মুসলিম (%)0-5 খ্রিস্টান (%)0-5 শিখ (%) 0-5 বৌদ্ধ (%)0-5 জৈন (%)0-5 অন্যান্য (%) 10-15
Source: 2011 Census

Disclaimer : “The information and data presented on this website, including but not limited to results, electoral features, and demographics on constituency detail pages, are sourced from various third-party sources, including the Association for Democratic Reforms (ADR). While we strive to provide accurate and up-to-date information, we do not guarantee the completeness, accuracy, or reliability of the data. The given data widgets are intended for informational purposes only and should not be construed as an official record. We are not responsible for any errors, omissions, or discrepancies in the data, or for any consequences arising from its use. To be used at your own risk.”

ভোটের খবর ২০২৪