ঘাটাল লোকসভা কেন্দ্র

ঘাটাল লোকসভা কেন্দ্র

ঘাটাল লোকসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। এই লোকসভা কেন্দ্রটি এককালে পাঁশকুড়া লোকসভা কেন্দ্র ছিল। এটি ২০১৪ সাল থেকে তৃণমূল কংগ্রেসের কব্জায়। এখানে পর পর দুবার সাংসদ হন টলিউডের নায়ক দেব। ২০১৪ সালের আগে এই কেন্দ্রে বিজেপি প্রায় অস্তিত্ববিহীন ছিল। তবে ২০১৯ সাল থেকে বিজেপি দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এবার বিজেপি কতটা লড়াই দেবে, ফের দেব হ্যাটট্রিক করতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

পশ্চিম মেদিনীপুরের ছয় ও পূর্ব মেদিনীপুরের একটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই কেন্দ্রগুলি হল পাঁশকুড়া, পশ্চিম সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল এবং কেশপুর। একমাত্র ঘাটালে বিজেপি বিধায়ক। বাকি সব তৃণমূলের দখলে।

২০০৯ সালের লোকসভা ভোট

২০০৯ সালে অবশ্য এই কেন্দ্রে সাংসদ ছিলেন সিপিআইয়ের হেভিওয়েট নেতা গুরুদাস দাসগুপ্ত। তিনি প্রায় দেড় লক্ষ ভোটে তৃণমূলের নূরে আলম চৌধুরীকে পরাস্ত করেছিলেন। তৃতীয় স্থানে বিজেপির মতিলাল খাটুয়া মাত্র ২.২৯ শতাংশ ভোট পেয়েছিলেন।

২০১৪ সালের লোকসভা ভোট

২০১৪ সালে একদা নকশাল নেতা তথা সিপিএম প্রার্থী সন্তোষ রানাকে ২ লক্ষের বেশি ভোটে পরাজিত করে প্রথমবার তৃণমূলের সাংসদ হয়েছিলেন দেব ওরফে দীপক অধিকারী। ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় হয়েছিলেন রানা। কংগ্রেসের থেকেও কম ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী, মাত্র ৬ শতাংশ। 

২০১৯ সালের লোকসভা ভোট

২০১৪ সালের মতো ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও ফের বিজয়ী হন দেব। তিনি সেবার গতবারের তুলনায় ২ শতাংশ কম ভোট পেয়েছিলেন। দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। গেরুয়া প্রার্থী ভারতী ঘোষ ভোট পেয়েছিলেন ৬,০৯,৯৮৬। অন্যদিকে, দেব পেয়েছিলেন ৭,১৭,৯৫৯ ভোট। উল্লেখযোগ্য হল, ৫ বছরে ঘাটালে বিজেপির ভোট ৬ থেকে ৪০ শতাংশ হয়েছিল।

প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Adhikari Deepak (Dev) তৃণমূল কংগ্রেস Won 717959 48.22
Bharati Ghosh BJP Lost 609986 40.97
Tapan Ganguli সি পি আই Lost 97060 6.52
Khandakar Md Saifullah (Saiful) কংগ্রেস Lost 32839 2.21
Nota NOTA Lost 13810 0.93
Surajit Senapati বিএসপি Lost 7650 0.51
Dinesh Maikap এস ইউ সি আই সি Lost 5301 0.36
Ujjwal Kumar Ghatak এস এস Lost 4213 0.28
Phase Date State Seat
1 April 19, 2024 21 102
2 April 26, 2024 13 89
3 May 07, 2024 12 94
4 May 13, 2024 10 96
5 May 20, 2024 8 49
6 May 25, 2024 7 57
7 Jun 01, 2024 8 57
Full Schedule

ভোটের খবর ২০২৪

কংগ্রেসের ভোটের খরচ কি একাই দিতে পারেন রাহুল গান্ধী? কত টাকা আছে তাঁর?
কংগ্রেসের ভোটের খরচ কি একাই দিতে পারেন রাহুল গান্ধী? কত টাকা আছে তাঁর?
Update: সংবিধান বদলানোর পাপ করতে চাইলে, আগেই করতে পারতাম: মোদী
Update: সংবিধান বদলানোর পাপ করতে চাইলে, আগেই করতে পারতাম: মোদী
ভোট জেহাদ! 'ইন্ডি' জোটের উদ্দেশ্য বিপজ্জনক: প্রধানমন্ত্রী মোদী
ভোট জেহাদ! 'ইন্ডি' জোটের উদ্দেশ্য বিপজ্জনক: প্রধানমন্ত্রী মোদী
৪০০ মহিলার ধর্ষকের জন্য ভোট চেয়েছেন মোদী, ক্ষমা চাইতে হবে: রাহুল
৪০০ মহিলার ধর্ষকের জন্য ভোট চেয়েছেন মোদী, ক্ষমা চাইতে হবে: রাহুল
'২ খেলোয়াড় জেলে, আম্পায়ার বেছে নিয়ে ম্যাচ ফিক্সিং করছেন মোদী'
'২ খেলোয়াড় জেলে, আম্পায়ার বেছে নিয়ে ম্যাচ ফিক্সিং করছেন মোদী'
চতুর্থ পর্বের ভোটে পাঠান বনাম অধীর, মহুয়া বনাম রাজমাতা!
চতুর্থ পর্বের ভোটে পাঠান বনাম অধীর, মহুয়া বনাম রাজমাতা!
তৃতীয় পর্বের ভোটে পরীক্ষায় 'গনি ম্যাজিক', ছাপ ফেলতে পারবেন সেলিম?
তৃতীয় পর্বের ভোটে পরীক্ষায় 'গনি ম্যাজিক', ছাপ ফেলতে পারবেন সেলিম?
দ্বিতীয় পর্বের ভোটে উত্তরবঙ্গের এই ৩ কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি?
দ্বিতীয় পর্বের ভোটে উত্তরবঙ্গের এই ৩ কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি?
১৯ এপ্রিল প্রথম পর্বের ভোটের গেরুয়া দুর্গে ফাটল ধরাতে পারবে তৃণমূল?
১৯ এপ্রিল প্রথম পর্বের ভোটের গেরুয়া দুর্গে ফাটল ধরাতে পারবে তৃণমূল?