যাদবপুর লোকসভা কেন্দ্র

যাদবপুর লোকসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকসভা আসনগুলির মধ্যে অন্যতম হল যাদবপুর লোকসভা আসন। এখানে বরাবরই গুরুত্বপূর্ণ প্রার্থী দাঁড় করানো হয়। এই কেন্দ্র একসময়ে সিপিআইএমের শক্ত ঘাঁটি ছিল। ২০০৯ সালে সেই ঘাঁটি দখল করে তৃণমূল।  যাদবপুরের বর্তমান সাংসদ ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে ২০১৯ সালে লোকসভা প্রার্থী হয়েছিলেন। কিন্তু সম্প্রতিই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার সেই আসনে তৃণমূল প্রার্থী করেছে সায়নী ঘোষকে।


 যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এই বিধানসভা কেন্দ্রগুলি হল- বারুইপুর পূর্ব ও পশ্চিম, সোনারপুর উত্তর ও দক্ষিণ, যাদবপুর, টালিগঞ্জ ও ভাঙড়। যাদবপুর লোকসভা কেন্দ্রে আনুমানিক ২২ লক্ষ ৭৩ হাজার ৪৭৯ জনের বসবাস। এর মধ্যে ৪২.২৪ শতাংশ গ্রামে এবং ৫৭.৭৬ শতাংশ মানুষ শহরে বসবাস করেন।


২০১৯ সালের লোকসভা ফলাফল-

২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী মিমি চক্রবর্তীয তিনি মোট ৬ লক্ষ ৮৮ হাজার ৪৭২ ভোট পেয়েছিলেন। প্রাপ্ত ভোটের হার ছিল ৪৭.৯১ শতাংশ। 

বিজেপির প্রার্থী হয়েছিলেন অনুপম হাজরা। তিনি ভোট পেয়েছিলেন ৩ লক্ষ ৯৩ হাজার ২৩৩। ভোটের হার ছিল ২৭.৩ শতাংশ। সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য। তিনি ভোট পেয়েছিলেন ৩ লক্ষ ২ হাজার ২৬৪। ভোটের হার ছিল ২১.০৪ শতাংশ। 

 ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল-

২০১৪ সালে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুগত বোস। তিনি মোট ৫ লক্ষ ৮৪ হাজার ২৪৪ ভোট পেয়েছিলেন। ভোটের হার ছিল ৪০.৬৬ শতাংশ। 

দ্বিতীয় স্থানে ছিলেন সিপিআই(এমে)র প্রার্থী সুজন চক্রবর্তী। তিনি ৪ লক্ষ ৫৯ হাজার ৪১টি ভোট পেয়েছিলেন। তাঁর প্রাপ্ত ভোটের হার ছিল ৩১.৯৫ শতাংশ।  বিজেপির প্রার্থী হয়েছিলেন স্বরূপ প্রসাদ ঘোষ। তিনি ১ লক্ষ ৫৫ হাজার ৫১১ ভোট পেয়েছিলেন। মাত্র ১০.৮২ শতাংশ ভোট পেয়েছিলেন। 


২০০৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল-

২০০৯ সালে প্রথম যাদবপুর কেন্দ্রে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। প্রার্থী হয়েছিলেন গায়ক কবীর সুমন। তিনি মোট ৫ লক্ষ ৪০ হাজার ৬৬৭ ভোট পেয়েছিলেন। ভোটের হার ছিল ৩৭.৬৩ শতাংশ। 

দ্বিতীয় স্থান পেয়েছিলেন সিপিআইএমের প্রার্থী সুজন চক্রবর্তী। তিনি ৪ লক্ষ ৮৪ হাজার ৪০০ ভোট পেয়েছিলেন। ৩৩.৭১ শতাংশ ভোট পেয়েছিলেন। বিজেপির প্রার্থী হয়েছিলেন সনৎ ভট্টাচার্য। মাত্র ২৫ হাজার ৩৩১ ভোট পেয়েছিলেন। ভোটের হার ছিল ১.৭৬ শতাংশ।

প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Mimi Chakraborty তৃণমূল কংগ্রেস Won 688472 47.91
Anupam Hazra BJP Lost 393233 27.37
Bikash Ranjan Bhattacharyya সিপিআইএমএলএন Lost 302264 21.04
Nota NOTA Lost 15541 1.08
Kartik Kayal আইএনডি Lost 9378 0.65
Anuradha Putatunda পি ডি Lost 5549 0.39
Bimal Krishna Mandal বিএসপি Lost 5114 0.36
Sujata Banerjee এস ইউ সি আই সি Lost 4354 0.30
Mangal Kumar Sardar আইএনডি Lost 3475 0.24
Kartick Naskar আইএনডি Lost 2554 0.18
Atanu Chatterjee আইএনডি Lost 2345 0.16
Upa Khan BNARP Lost 1667 0.12
Dr Nazrul Islam MPI Lost 1605 0.11
Gopal Naskar আর জে এস পি Lost 1343 0.09
Phase Date State Seat
1 April 19, 2024 21 102
2 April 26, 2024 13 89
3 May 07, 2024 12 94
4 May 13, 2024 10 96
5 May 20, 2024 8 49
6 May 25, 2024 7 57
7 Jun 01, 2024 8 57
Full Schedule

ভোটের খবর ২০২৪