জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল

প্রার্থীদের নাম মোট ভোট পার্টি सফল
Dr Jayanta Kumar Roy 766568 BJP Won
Nirmal Chandra Roy 679875 TMC Lost
Debraj Barman 74092 CPM Lost
Shipra Ray Hakim 9907 IND Lost
Binod Mallick 8566 BSP Lost
Harekrishna Sarkar 5848 IND Lost
Maheswar Barman 4267 IND Lost
Ram Prasad Mandal 3835 SUCI Lost
Manabendra Roy 2950 KPP(U) Lost
Nirode Chandra Adhikary 2517 IND Lost
Adhir Chandra Barman 1927 IND Lost
Ranjit Barman 1189 MPOI Lost
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল

একটা সময় একটানা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র ছিল বামেদের অধীনে। তবে এই কেন্দ্রকে এই মুহূর্তে কোনও রাজনৈতিক দলের শক্ত ঘাঁটি বলে চিহ্নিত করা যাবে না। গত তিনটি লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে ফিরে তাকালে বোঝা যাবে, বারবার রঙ বদলাচ্ছে এই কেন্দ্রের। ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রের সাংসদ ছিলেন সিপিএম নেতা। ২০১৪ সালে হয় পরিবর্তন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরই এই কেন্দ্রেও ফোটে ঘাসফুল। আর গত লোকসভা ভোটে রঙ বদলে হয় গেরুয়া। জয়ী হয় বিজেপি। তাই এই কেন্দ্রের ফলাফলের দিকে তাকিয়ে আছে সব মহল।

জলপাইগুড়ি জেলার একটিমাত্র লোকসভা কেন্দ্র হল জলপাইগুড়ি। এই জেলায় মোট সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেগুলি হল- ডাবগ্রাম ফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, মাল, নাগরাকাটা। এর মধ্যে নাগরাকাটা বিধানসভা কেন্দ্র জলপাইগুড়ি লোকসভার অধীনে নয়। 

২০০৯ সালের লোকসভা ভোট

২০০৯ সালে এই কেন্দ্র ছিল সিপিএমের অধীনে। ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সিপিএমের মহেন্দ্র কুমার রায়। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৪ লক্ষ ৬৯ হাজার ৬১৩। দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস, তাদের প্রাপ্ত ভোট ছিল ৩ লক্ষ ৮১ হাজার ২৪২। বিজেপি ছিল তৃতীয় স্থানে, ভোট পেয়েছিল ৯৪ হাজারের কিছু বেশি।

২০১৪ সালের লোকসভা ভোট

২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয় তৃণমূল। জয়ী হয়ে সাংসদ হন বিজয় চন্দ্র বর্মণ। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৪ লক্ষ ৯৪ হাজার ৭৭৩টি। দ্বিতীয় স্থানে থাকলেও সিপিএমের প্রাপ্ত ভোট ছিল ৪ লক্ষ ২৫ হাজার। ২ লক্ষ ২১ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন বিজেপির সত্যলাল সরকার। 

২০১৯ সালের লোকসভা ভোট

গত লোকসভা নির্বাচনে উপরে উঠে আসে বিজেপি। ৭ লক্ষ ৬০ হাজার ভোট পেয়ে জয়ী হন বিজেপির জয়ন্ত কুমার রায়। পিছিয়ে পড়েন তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মণ। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৫ লক্ষ ৭৬ হাজার ১৪১।

এবার জলপাইগুড়ি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন নির্মল চন্দ্র রায়। বর্তমানে তিনি ধূপগুড়ি কেন্দ্রের বিধায়ক। আর বামেদের প্রার্থী দেবরাজ বর্মন। একদিকে তরুণ মুখকে সামনে রেখে ঘাঁটি ফেরাতে চাইছে সিপিএম, অন্যদিকে পেশায় শিক্ষক নির্মল রায়কে সামনে রেখে লড়াইয়ের ময়দানে তৃণমূল।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র ভোটের ফলাফল
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Dr Jayanta Kumar Roy বিজেপি Won 7,60,145 50.65
Bijoy Chandra Barman তৃণমূল কংগ্রেস Lost 5,76,141 38.39
Bhagirath Chandra Roy CPM Lost 76,166 5.07
Mani Kumar Darnal কংগ্রেস Lost 28,562 1.90
Subhash Biswas আইএনডি Lost 10,857 0.72
Jiban Krishna Majumder বিএসপি Lost 8,134 0.54
Harekrishna Sarkar আইএনডি Lost 6,095 0.41
Haribhakta Sardar এস ইউ সি আই সি Lost 4,692 0.31
Sachimohan Barman আইএনডি Lost 3,413 0.23
Subal Chandra Roy কেপিপিইউ Lost 2,685 0.18
Khushi Ranjan Mondal এএমবি Lost 2,205 0.15
Ranjit Kumar Roy এসডব্লুজেপি Lost 1,899 0.13
Nota NOTA Lost 19,928 1.33
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Mahendra Kumar Roy সিপিআইএমএল Won 4,69,613 45.54
Barma Sukhbilas কংগ্রেস Lost 3,81,242 36.97
Dwipendra Nath Pramanik বিজেপি Lost 94,373 9.15
Dr Dhirendra Nath Das এনসিপি Lost 25,308 2.45
Hari Bhakta Sardar আইএনডি Lost 19,295 1.87
Santi Kumar Sarkar বিএসপি Lost 14,802 1.44
Prithwiraj Roy আইএনডি Lost 8,271 0.80
Satyen Prasad Roy এসডব্লুজেপি Lost 6,471 0.63
Chinmay Sarkar আইএনডি Lost 6,206 0.60
Pabitra Moitra এএমবি Lost 5,709 0.55
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Bijoy Chandra Barman তৃণমূল কংগ্রেস Won 4,94,773 38.00
Mahendra Kumar Roy সিপিআইএমএল Lost 4,25,167 32.65
Satyalal Sarkar বিজেপি Lost 2,21,593 17.02
Sukhbilas Barma কংগ্রেস Lost 87,588 6.73
Kshitish Chandra Mandal বিএসপি Lost 12,147 0.93
Haribhakta Sardar এস ইউ সি আই সি Lost 9,283 0.71
Subhas Biswas আইএনডি Lost 8,545 0.66
Harekrishna Sarkar আর পি আই এ Lost 7,636 0.59
Haripada Barman আর জে এস পি Lost 6,608 0.51
Dilip Sarkar বিএমইউপি Lost 4,900 0.38
Dhritiman Roy আরজেজেএসপি Lost 4,501 0.35
Dhirendra Nath Roy এএমবি Lost 2,835 0.22
Nota NOTA Lost 16,541 1.27
জলপাইগুড়ি লোকসভা আসনের ইতিবৃত্ত
রাজ্যWest Bengal লোকসভা আসনJalpaiguri মনোনয়ন জমা11 মনোনয়ন বাতিল1 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ8 মোট প্রার্থী10
পুরুষ ভোটার6,62,777 মহিলা ভোটার5,89,365 অন্যান্য ভোটার- মোট ভোটার12,52,142 ভোটের তারিখ30/04/2009 ভোট গণনার তারিখ16/05/2009
রাজ্যWest Bengal লোকসভা আসনJalpaiguri মনোনয়ন জমা12 মনোনয়ন বাতিল0 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ9 মোট প্রার্থী12
পুরুষ ভোটার7,95,704 মহিলা ভোটার7,35,760 অন্যান্য ভোটার5 মোট ভোটার15,31,469 ভোটের তারিখ17/04/2014 ভোট গণনার তারিখ16/05/2014
রাজ্যWest Bengal লোকসভা আসনJalpaiguri মনোনয়ন জমা16 মনোনয়ন বাতিল4 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ10 মোট প্রার্থী12
পুরুষ ভোটার8,89,014 মহিলা ভোটার8,46,432 অন্যান্য ভোটার18 মোট ভোটার17,35,464 ভোটের তারিখ18/04/2019 ভোট গণনার তারিখ23/05/2019
লোকসভা আসনJalpaiguri মোট জনসংখ্যা22,70,751 শহুরে জনসংখ্যা (%) 32 গ্রামীণ জনসংখ্যা (%)68 তফসিলি জাতির জনসংখ্যা (%)49 তফসিলি জনজাতি (%)8 জেনারেল/ ওবিসি জনসংখ্যা (%)43
হিন্দু (%)85-90 মুসলিম (%)10-15 খ্রিস্টান (%)0-5 শিখ (%) 0-5 বৌদ্ধ (%)0-5 জৈন (%)0-5 অন্যান্য (%) 0-5
Source: 2011 Census

Disclaimer : “The information and data presented on this website, including but not limited to results, electoral features, and demographics on constituency detail pages, are sourced from various third-party sources, including the Association for Democratic Reforms (ADR). While we strive to provide accurate and up-to-date information, we do not guarantee the completeness, accuracy, or reliability of the data. The given data widgets are intended for informational purposes only and should not be construed as an official record. We are not responsible for any errors, omissions, or discrepancies in the data, or for any consequences arising from its use. To be used at your own risk.”

ভোটের খবর ২০২৪