স্বস্তি অর্জুনের, কেন হাইকোর্টে ছুটতে হল বিজেপি নেতাকে?
কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুরে জুটমিলে গুলি চলার ঘটনায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন বিজেপি এই নেতা। আগাম জামিন মঞ্জুর করলেও একাধিক নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। জুটমিলে গুলি চলার ঘটনায় পুলিশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। আগাম জামিনের আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করলেও একাধিক শর্ত বেঁধে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি নির্দেশ দিয়েছেন, তদন্তে সহযোগিতা করতে হবে অর্জুন সিংকে। তদন্তকারী অফিসারের সঙ্গে প্রয়োজনে দেখা করতে হবে।